এই মুহূর্তে




ChatGpt- র কাছে বন্ধুকে খুনের উপায় জানতে চেয়ে জেলে ঠাঁই হল ১৩ বছরের কিশোরের

নিজস্ব প্রতিনিধিঃ বন্ধুকে কীভাবে খুন করব? চ্যাট জিপিটির কাছে খুনের উপায় জানতে চেয়ে পুলিশের জালে ১৩ বছরের কিশোর, এখন জেলবন্দি। আধুনিক প্রযুক্তির একটি যুগান্তকারী আবিষ্কার চ্যাট GPT, Gemini, Artificial intelligence (AI)। যেটিকে কাজে লাগিয়ে যে কোনও অসাধ্য সাধন করা যায়। এবার সেটাই করল একজন ১৩ বছরের কিশোর। ঘটনাটি ফ্লোরিডার ডেল্যান্ডের সাউথওয়েস্টার্ন মিডল স্কুলের ঘটনা। যেখানে একজন ১৩ বছর বয়সী ছাত্রকে ক্লাস চলাকালীন AI চ্যাটবট, ChatGPT-তে একটি চরম বিরক্তিকর প্রশ্ন করতে দেখা গিয়েছে, এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি স্কুলেরই একটি কম্পিউটারে ঘটেছে। যেখানে ১৩ বছরের অভিযুক্ত ছাত্রটিকে ক্লাসের কম্পিউটারে লিখতে দেখা যায় যে, ‘চ্যাট জিপিটি ক্লাসের মাঝে আমি আমার বন্ধুকে কীভাবে হত্যা করব?”

প্রম্পটটি স্কুলের ডিজিটাল মনিটরিং সিস্টেম তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে। যা সম্ভাব্য হুমকি বা ক্ষতিকারক! যার এমন চিন্তাভাবনা থাকতে পারে সে স্বাভাবিকভাবে ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীর ক্ষতি করতে পারে। এই ভেবেই স্কুলের মনিটরিং সিস্টেম বিষয়টি স্কুল কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জানায়। এবং তাঁরা দ্রুত ব্যবস্থা নেয়। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ তদন্তের জন্য দ্রুত স্কুলে পৌঁছে ছাত্রটিকে আটক করে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের সময়, কিশোর দাবি করে যে, সে কারো ক্ষতি করার উদ্দেশ্যে এমন প্রম্পট দেননি। শুধুমাত্র se একজন সহপাঠীকে ভয দেখানোর চেষ্টা করেছিল যে তাকে “বিরক্ত” করছিল। তবে ছাত্রটি প্রশ্নটি একটি রসিকতা করেছে বলে জোর দিলেও পুলিশ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে।

ছেলেটিকে গ্রেফতার করে স্থানীয় কিশোর আটক কেন্দ্রে পাঠিয়েছে। এখনও পর্যন্ত, তার বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ আনা হতে পারে তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং ঘটনার তদন্ত এখনও চলছে। এই ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা, এআই সরঞ্জামের অপব্যবহার এবং স্কুল-তদারকি প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

জেগে উঠেছে জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরি, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই, জারি সতর্কতা

বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে টাকা তুলেছিল উমর, গার্ডকে দিয়েছিল ঘুষ, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

লিবিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, ৬৯ অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের, আহত ১২০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ