33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:33 am
আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারনেটের দৌলতে প্রতিদিনই নানা ধরনের খবর আসে। প্রতিদিন বললে ব্যাপারটা ঠিক হবে না। মুহূর্তে মুহূর্তে খবর আসে। কোনও খবর শুনে আমাদের মন খুশিতে ভরে ওঠে। আবার প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর খবর বা দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমরা বিষণ্ণ হয়ে পড়ি। কখনও কখনও আমাদের উদ্বেগের মধ্যে রাখে।
কিন্তু ইন্টারনেটে এমন একটা খবর ভাইরাল হয়েছে, যা শুনে মানুষের চক্ষু চড়ক গাছে। কী সেই খবর? এই খবর একটি লোভনীয় খাবার নিয়ে। এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না, যিনি এই খাবার একবারের জন্য চেখে দেখেননি। আর এই খাবারটি হল পটেটো চিপস। বাজারে বিস্কুটের কাটতি যদি সব থেকে বেশি হলে দ্বিতীয়স্থানে অবশ্যই পটেটো চিপস। আমাদের দেশে তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয় রকমারি স্বাদের, রকমারি আকারের আলুর চিপস। আর তার দাম খুব একটা বেশি হয়না। কিন্তু কখনও শুনেছেন একটা পটেটো চিপসের দাম ১.৬৩ লক্ষ টাকা। না শোনার কথা। সেই গল্প শোনাতেই এত কথা।
নতুন স্বাদের এই পটেটো চিপস বাজারে এনেছেন লন্ডনের এক বাসিন্দা। তাঁর দাবি গুপি-গাইন বাঘা বাইন ছবির জাদুকরের কথা মনে করায়। এ ফুল ঝড়ে, পড়ে না পোকা ধরে না। আর নতুন এই আলুর চিপস বাজারে যিনি এনেছেন, তারও দাবি তেমনই। কবে আসবে ভারতের বাজারে, প্রতীক্ষা তারই। উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে ম্যাকডোনাল্ড চিকেন নাগেট বিক্রি করেছিল ৭৩ লক্ষ টাকায়।
আরও পডুন জয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে শেষে কিনা টস!