এই মুহূর্তে




হার্ট অ্যাটাক, স্ট্রোকের যম, নতুন ওষুধের অনুমোদন দিল FDA

নিজস্ব প্রতিনিধি: ওষুধ নিয়ে বড় সিদ্ধান্ত নিল এফডিএ।  টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্তদের জন্য ওষুধ জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট, রাইবেলসাস (সেমাগ্লুটাইড)ওষুধের অনুমোদন দিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এই ওষুধ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধে সহায়তা করবে। তাই মার্কিন ফুড এন্ড মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই ওষুধের অনুমোদন দিয়েছে।

রাইবেলসাস ২০১৯ সালে প্রথম রক্তে শর্করার মাত্রার ভারসাম্য বজায় রাখার জন্য অনুমোদিত হয়েছিল। এবার প্রমাণ্ন মিলল SOUL ট্রায়াল থেকে। তার ভিত্তিতে বলা যায় ওষুধটি MACE কমাতে নির্ধারণ করা যেতে পারে। কার্ডিওভাসকুলার মৃত্যু, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের  এমনকি এমন রোগীদের ক্ষেত্রেও যারা এখনও এই ঘটনাগুলি অনুভব করেননি।

সাধারণত হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হল বুকে চিনচিনে ব্যথা। তারপর শুরু হয় ঘাম। তার পরেই দরদর করে ঘাম। সারা শরীরে যেন প্রবল অস্বস্তি। তারপর মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং এর পরবর্তী ধাপেই অ্যাটাক। পরিস্থিতি এমন হয় যেন রোগীকে বাঁচানোর সময়টুকুও মেলে না। আসলে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এভাবেই আসে। তেমন হলে এবার কাজে দেবে রাইবেলসাস।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত সোল ট্রায়ালটি প্রায় চার বছর ধরে টাইপ ২ ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকা ৯,৬৫০ জন প্রাপ্তবয়স্কের উপর পরিচালিত হয়েছিল। তাতে দেখা গিয়েছে অন্তত ১৪%  ঝুঁকি কমিয়ে দিয়েছে এই  রিবেলসাস। রিবেলসাস হল একধরনের সেমাগ্লুটাইড জাতীয় ওষুধ। জিএলপি-১ রিসেপ্টর শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। এর পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এই ওষুধটি মেদ ঝরাতেও সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।

চিকিৎসকেরা বলেন ৯৯ শতাংশ হার্ট অ্যাটাক হয় সাধারণত চারটি কারণে। অতিরিক্ত কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, রক্তে অধিক শর্করা এবং ধূমপান। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে থেরোসক্লেরোসিসের ঝুঁকি বাড়ে। এ ক্ষেত্রে ধমনীর দেওয়ালের মধ্যে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে থাকে, যাকে বলে ‘প্লাক’। এর ফলে ধমনী সঙ্কীর্ণ হয়ে রক্তপ্রবাহকে বাধা দিতে পারে। এই ব্লকেজ থেকেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। এই সব সমস্যার সমাধান করতে পারে এফডিএ অনুমোদিত রাইবেলসাস। বলা হচ্ছে নির্দিষ্ট ডোজে এই ওষুধ যদি খাওয়ানো যায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হবে, খারাপ কোলেস্টেরল কমবে, বিপাকক্রিয়ায় গোলমাল হবে না এবং অতিরিক্ত মেদ জমার কারণেও বিপদ হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বোরখা না পরলে মিলবে না চিকিৎসা, নতুন নিদান আফগানিস্তানে

ধর্মে বিশ্বাস ছিল না, ইউরোপে থাকতে চেয়েছিল, শাহিনের জঙ্গিযোগে হতবাক প্রাক্তন স্বামী

২৬ জানুয়ারি লাল কেল্লাতেই হত বিস্ফোরণ, তৈরি ছিল ব্লু প্রিন্ট

দিল্লি বিস্ফোরণ: ৪০টি নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম

বিহারে ভোটের শেষ দিনে প্রশান্ত কিশোরের অফিসে আগুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ