এই মুহূর্তে

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যেই হাইকোর্টের এক আইনজীবীকে বেধড়ক মারধর টোল প্লাজার কর্মীদের। কিন্তু কেন? কী করেছেন তিনি? যোগী রাজ্যে ফের গুণ্ডারাজ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। যেখানে হায়দারগড় টোল প্লাজার কর্মীরা চরম মারধর করছেন হাইকোর্টের আইনজীবী রত্নেশ কুমার শুক্লাতকে। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, টাকা পরিশোধ নিয়ে বিরোধের সূত্রপাত। ঘটনার সময় হায়দরগড় টোল প্লাজার ওই কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওই আইনজীবীর। তখনই তাঁরা তাঁকে নৃশংসভাবে আক্রমণ করেন।

ভিডিওতে টোল প্লাজা কর্মীদের ভুক্তভোগীকে সহিংসভাবে আক্রমণ করার দৃশ্য ফুটে উঠেছে। এও দেখা যাচ্ছে যে, তাঁদের কাছে চরম নিপীড়িত হয়ে সাহায্যের আবেদন করছেন হাইকোর্টের ওই আইনজীবী। কিন্তু কেউ তাঁকে সাহায্য করছেন না। রত্নেশ কুমারকে সাহায্যের জন্য কাঁদতেও দেখা যাচ্ছে। কিন্তু তিনি যত কাঁদছেন, তাঁকে ততই মারছেন টোল কর্মীরা। তাঁকে বারবার লাঞ্ছিত করছেন। আক্রমণকারীরা তাঁকে ক্রমাগত বলতে বলছেন, ‘আগে দুঃখিত বল’। আর আইন জীবী তা বলতে অস্বীকার করলেই তাঁকে বেধড়ক মারধর করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, টোল প্লাজার কর্মীরা রত্নেশ কুমারের কলার ধরে আছেন। তাঁর মুখ, মাথা এবং পেটে বারবার লাত্থি মারছে।

 

কমপক্ষে দুই থেকে তিনজন লোক তাঁকে নৃশংসভাবে পেটাচ্ছেন। ঘুষি মারছেন। একের পর এক থাপ্পড় মারছেন। যার ফলে ভুক্তভোগীকে দৃশ্যত ভীত দেখা যাচ্ছে। তিনি নিজেকে প্রতিরোধ করারও সুযোগ পাচ্ছেন না। চাপের মুখে তিনি কথা বলার চেষ্টা করলেও তাঁকে কথা বলতে দেওয়া হচ্ছে না। চরম গালিগালাজ করা হচ্ছে। এই ঘটনায় যোগী রাজ্যের নিয়ম শৃঙ্খলা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। তবে, ঠিক কি হয়েছে তা জানা যায়নি। পুলিশের পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠছে। কেননা রাস্তার উপর আইনজীবী কে ফেলে পেটানো হচ্ছে, কোনও পুলিশ কর্মকর্তা দের আশেপাশে দেখা যায়নি। এখনও পর্যন্ত, ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে এবং তদন্ত চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বই পুর নিগমও দখল করছে বিজেপি জোট, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

‘অশ্লীল গান বন্ধ করো, ভজন গাও’, মঞ্চে উঠে গায়িকাকে সংস্কারের পাঠ দিলেন লালু পুত্র

শুক্র থেকেই দেশে ফেরানো হচ্ছে ইরানে আটকে পড়া ভারতীয়দের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

পুলিশের দায়ের করা এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ