এই মুহূর্তে




কুর্মি আন্দোলনে ব্যাহত জনজীবন, ঘুরিয়ে দেওয়া হল ট্রেনের মুখ, বাতিল একাধিক লোকাল

নিজস্ব প্রতিনিধি: কুর্মি আন্দোলন চলছে ঝাড়গ্রামের দিকে। শনিবার সকাল থেকে চলা এই আন্দোলনের প্রভাব খড়্গপুর এবং তৎসংলগ্ন স্টেশনগুলিতে পড়েনি। কিন্তু বেলা বাড়তেই দেখা গেল ভিন্ন চিত্র। কুর্মিদের রেল এবং রাস্তা অবরোধ কর্মসূচির জন্য দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা খানিক ব্যাহত হয়েছে। এদিন ভোর ৫:0২ মিনিট থেকে ৫:৩৫ মিনিট পর্যন্ত খড়্গপুর ডিভিশনের ওড়িশার ভঞ্জপুর স্টেশনে বিক্ষোভ দেখান কুর্মি আন্দোলনকারীরা। চক্রধরপুর ডিভিশনের সিনি-বীরবানেও বিক্ষোভ চলছে। এই আন্দোলন বিক্ষোভের কারণে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন।

২০ তারিখ শনিবার বাতিল করা ট্রেনের তালিকা:

১৩৫০৪ হাতিয়া-বর্ধমান লোকাল

৬৮০১৯/৬৮০২০ টাটানগর-গুয়া-টাটানগর লোকাল

৬৮০০৩/৬৮০০৪  টাটানগর-গুয়া-টাটানগর লোকাল

যে যে ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে

১৮০১৩ আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস শনিবার ভোজুডিহ-তালগারিয়া-চাস-বাঁধডিহি হয়ে যাবে

নিয়ন্ত্রণ করা ট্রেনের তালিকা

২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বোকারো স্টিল সিটিতে নিয়ন্ত্রিত রয়েছে

মুড়িতে ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত

১৮৬২৬ হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস

রাঁচিতে ১৩৩৫২আলাপুজা-ধানবাদ এক্সপ্রেস

তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে শনিবার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মি সমাজ। তাঁদের দাবি তাঁরাও তফসিলি উপজাতি তালিকার অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য। সেই জন্য আন্দোলন চলছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশার প্রায় ১০০টি জায়গায়। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো।

এদিকে গত বৃহস্পতিবার কুর্মি সম্প্রদায়ের এই আন্দোলন অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছিল হাই কোর্ট। নির্দেশ দিয়েছিল আন্দোলনে জনজীবন যাতে ব্যাহত না হয় তা দেখার। এর পরেই শনিবারের রেল ও রাস্তা অবরোধের মোকাবিলায় রাজ্য পুলিশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। মোতায়েন করা হয়েছে বাড়তি আরপিএফ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

সিপিএম নেতার মুখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভূয়সী প্রশংসা

মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ তিন পুজোর উদ্বোধন, শহরে সূচনা প্রতিমা দর্শনের

রাজ্য ভোটার তালিকায় শতায়ু কতজন, জানতে চায় নির্বাচন কমিশন

কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

রাত পোহালেই মহালয়া, অনাদরে থাকা রেডিও সারাতে তৎপর বাঙালি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ