27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:21 pm
নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: বিজয় দিবসের দিন বেলুনের পাশাপাশি কন্ডোম দিয়ে হাসপাতাল সাজানোর মতো লজ্জাজনক ঘটনা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত সিনিয়র নার্স স্টাফকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন ওই ন্যক্কারজনক ঘটনা ঘটল তার ব্যাখ্যা দিতে গিয়ে অভিযুক্ত কর্মী জানিয়েছেন, ‘হাসপাতালে সাজাতে আনা বেলুন কম পড়েছিল। তাই কন্ডোম ব্যবহার করেছেন।’ তবে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন অভিযুক্ত হাসপাতাল কর্মী।
গত শুক্রবার বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন কক্ষ, করিডর ও বারান্দা নানা রংয়ের বেলুন দিয়ে সাজানো হয়। কিন্তু জরুরি বিভাগ, অফিস কক্ষ সহ বিভিন্ন স্থানে রঙিন বেলুনের পাশাপাশি সরকারি সুগন্ধিযুক্ত নিরাপদ কন্ডোম ব্যবহারের বিষয়টি নজরে বেশ কয়েকজনের। অনেকেই কন্ডোম দিয়ে হাসপাতাল সাজানোর ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দেন। নিমিষেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি কন্ডোমগুলি ফাটিয়ে ফেলা হয়।
কে ওই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে খোঁজও শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাতেই হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রেজাউল করিমের নাম উঠে আসে। তাকে সঙ্গে সঙ্গেই সাময়িক বরখাস্ত করা হয়। চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। মঙ্গলবার ওই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমন কুমার পোদ্দার সাংবাদিকদের বলেন, কন্ডোম দিয়ে হাসপাতাল সাজানোর ঘটনায় আমরা লজ্জিত। অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’