এই মুহূর্তে




রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ধর্ষণের পর ধর্ষণের খবর, যেন নারী হওয়াই এখন পাপ। পুরুষ শাসিত হিংস্র সমাজে নারীরা প্রতিনিয়ত পদদলিত। জায়গায় জায়গায় পুরুষদের লালসার শিকার হচ্ছে নারী জাতি। তাই তো দেশজুড়ে ধর্ষণের পর ধর্ষণের নির্মম ঘটনা। এবার উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে শ্লীলতা হানির খবর সামনে এল। ঘটনাটি এলাকার সিসিটিভি তে ধরা পড়েছে। যদিও ঘটনাটি ১৫ অক্টোবর বিকেল ৪টের ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, একজন তরুণী সেই সময় একটি নির্জন গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। তখনই একজন পুরুষ মহিলার ঘাড় ধরে। এরপর তিনি তরুণীকে জোরপূর্বক চুম্বন করেন। এরপর সে যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে পালিয়ে যান। পুরো ঘটনাটি সিসিটিভির ক্যামেরায় ফুটে উঠেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সিসিটিভিতে মহিলার শারীরিক ভাষা দেখে বোঝা গিয়েছে যে, তিনি এই ঘটনায় হতবাক। তিনি কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাঁকে চুম্বন করে পালিয়ে যান। এরপরেই ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে, নাজিবাবাদ থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে শনাক্ত করেছে এবং বর্তমানে অভিযুক্তকে গ্রেফতারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশ কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছে, “বিজনরে, এক দুর্বৃত্ত রাস্তার ধারে এক তরুণীকে যৌন নির্যাতন করেছে। আইনের ভয় নেই, সরকারের ভয় নেই, এটি বাবাজির তথাকথিত ‘রাম রাজ্য’, লজ্জাজনক!”

 

বিজনরে পুলিশও এই ভিডিওটির প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছে, “ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে নাজিবাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে গত সোমবার বিজনরে আরও একটি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। যেখানে একটি বোরকা পরা মেয়ে এবং তাঁর ভিন্ন ধর্মের পুরুষ বন্ধুকে হয়রানি করতে দেখা গিয়েছিল একদল পুরুষকে। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যায়, মেয়েটি এবং তার বন্ধুর সঙ্গে টিউশন থেকে ফিরছিলেন। তখনই অভিযুক্ত পুরুষের দলটি মেয়েটিকে হয়রানি করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

৫০০ বছর আগে শ্মশানঘাটে দেবীর আবির্ভাব কীভাবে? পুরুলিয়ার শাঁকড়া গ্রামে পূজিত দেবী

কালীপুজোয় দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠে থাকে মায়ের বিশেষ ভোগের আয়োজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ