30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:35 pm
নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের অনিয়মিত হাজিরা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। বুধবার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের হাজিরা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘মাসে একবার মাত্র অধিবেশন হয়। এটাকে গুরুত্ব দিন। চেয়ারপার্সন ‘কোরাম’ না হওয়ায় অধিবেশনে আসতে পারছেন না। শুরু করা যাচ্ছে না। আপনাদের অনুরোধ, অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসুন।’
কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে কাউন্সিলরদের একাংশকে নিয়মিত গরহাজির থাকতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, অনেকেই হেলেদুলে অধিবেশন শুরুর পরে সভাকক্ষে ঢোকেন। বেশ কয়েকবার নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর হাজির না হওয়ায় কোরামের অভাবে সঠিক সময়ে সভাই শুরু করতে পারেননি চেয়ারপার্সন মালা রায়। সূত্রের খবর, কাউন্সিলদের এমন গয়ংগচ্ছ মনোভাব নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে নালিশও জানিয়েছিলেন তিনি। এদিনও বেশ কয়েকজন কাউন্সিলর মাসিক অদিবেশনে দেরি করে আসায় ক্ষোভ চেপে রাখতে পারেননি কলকাতার মহানাগরিক। সতীর্থদের নিয়মানুবর্তিতা মেনে চলার পরামর্শ দেন তিনি। মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের প্রশ্নের গুণমান নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারপার্সন মালা রায়।
অন্যদিকে, জঞ্জাল পৃথকীকরণে শহরের নাগরিকদের বালতি বিলির ক্ষেত্রে ঢিলেমি থেকে শুরু করে পুর আধিকারিকদের কাজের ক্ষেত্রে কাউন্সিলরদের একাংশের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র পারিষদ দেবব্রত গত ডিসেম্বর থেকে শহরে জঞ্জাল পৃথকীকরণের জন্য কলকাতা পুরসভার জঞ্জাল বিভাগের পক্ষ থেকে বাড়ি বাড়ি সবুজ এবং নীল বালতি বিলি শুরু হয়েছে। ৩৩ লক্ষ বালতি কেনা হলেও অনেক ওয়ার্ডে ওই বালতিগুলি বিলি শুরু হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।