এই মুহূর্তে




২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮০০০ কোটি টাকা আয় রাজ্যের

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: মদ বিক্রি(Selling Liquor) করেই লক্ষ্মীলাভ নবান্নের। কেননা রাজ্যের আবগারি দফতরের(Excise Department) তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে মদ বিক্রি করে ১৮ হাজার কোটি টাকা(18 Thousand Crore Rupees) আয় হয়েছে সরকারের(Income of West Bengal State Government)। কার্যত রেকর্ড আয় করেছে রাজ্য সরকার। সব থেকে বেশি আয় হয়েছে বিদেশে প্রস্তুত মদ থেকে। সেই আয় আরও বাড়াতে চায় রাজ্য সরকার। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকেরা। আর সেই কারণেই আগামী অগস্ট মাস থেকে রাজ্যে বিয়ার আর বিদেশে প্রস্তুতকারক মদের ওপর আবগারি শুল্ক বাড়ানোর(Excise Duty Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই ক্ষেত্রেই ন্যূনতম ২০ টাকা করে দাম বাড়তে চলেছে। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের ওপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দফতর।

আরও পড়ুন ‘মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে’, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মমতার

আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে বিয়ার আর বিদেশে তৈরি মদের দাম বাড়ছে রাজ্যে। অগাস্টের মাঝামাঝি থেকেই সেই দাম বাড়াতে চলেছে। West Bengal State Beverages Corporation বিয়ার, India Made Foreign Liquor বা দেশে তৈরি বিলিতি মদ ও Foreign Liquor বা বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছে। ২৯ জুলাই বিড খোলা হবে। ১৪ অগস্ট থেকে রাজ্যে নতুন দাম কার্যকর হবে। এর আগে ২০২১ সালে রাজ্যে বিয়ার ও মদের দাম বেড়েছিল। তবে ২০২২ সালে বিয়ারের দাম কিছুটা কমেছিল রাজ্যে।

আরও পড়ুন উৎসব মরশুম শেষ হলে ভোট হতে পারে হাওড়া আর বালিতে

মদের দাম বৃদ্ধি প্রসঙ্গে মদের দোকানের মালিকদের অভিমত, তাঁদেরকে মৌখিক ভাবে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রায় সব ধরনের মদ আর বিয়ারের দাম বাড়বে। বাংলায় উৎসব মরশুমে মদের চাহিদা বেশিই থাকে। কার্যত সেই মরশুম শুরুই হতে চলেছে ১৫ অগস্ট থেকে যা তুঙ্গে উঠবে বিশ্বকর্মা পুজোর সময় থেকে। প্রতি বছর এই সময় রাজ্য জুড়ে মদের চাহিদা বাড়ে। ঠিক তার আগে এবারে মদ আর বিয়ার দুইয়ের দামই বাড়ানো হচ্ছে। যদিও তাতে মদের ব্যবসা ধাক্কা খাবে বলে মনে করছেন না মদের দোকানের মালিকেরা। কেননা তাঁদের দাবি, এই সময়টায় যে কোনও ক্ষেত্রেই বেশি টাকা খরচ করতে খুব একটা অনীহা দেখান না মানুষ। তাই পুরো উৎসব মরশুমজুড়েই মদের চাহিদা তুঙ্গে থাকে। নতুন দাম কার্যকর হলে ক্রেতার পকেট থেকে বাড়তি কড়ি খরচ হলেও তাঁরা বাড়তি লাভের মুখ দেখতে পাবেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকের আন্দোলনস্থল থেকে খোলা হল বাঁশ, সরল স্ট্যান্ড ফ্যান

গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে লরি সমেত প্রতিমা জলে

কৃষ্ণগঞ্জে জলের তোড়ে ভেঙ্গে গেল শিবনিবাসে অস্থায়ী বাঁশের সেতু , বন্ধ নদী পারাপার

বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিডবোট উল্টে জলে পড়লেন জেলাশাসক-সাংসদ

ডিভিসি’র ছাড়া জলে প্লাবিত হুগলি ও মেদিনীপুর, কেশপুরে ১০ বছরের নাবালকের মৃত্যু

ডিভিসি জল ছাড়ায় ভয়াবহ পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুরে, প্লাবিত বহু এলাকা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর