এই মুহূর্তে

আনন্দপুরের জতুগৃহে ঠিক কি ঘটেছিল? ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন যমকে ফাঁকি দেওয়া বিষ্ণুপদ

নিজস্ব প্রতিনিধি: একটা রাত কেড়ে নিয়ে বহু পরিবারের মুখের হাসি। আনন্দপুরে আনন্দপুরের নাজিরাবাদে  মোমো কারখানায় রবিবার রাতে লাগা ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকে। যেভাবে কারখানা পুড়েছে তাতে ভিতরে থাকা মানুষদের বেঁচে ফেরার আশা নেই বললেই চলে। তবে মেদিনীপুরের ময়নার বিষ্ণুপদ খুঁটিয়া একমাত্র ব্যক্তি যিনি ভয়াবহ আগুন থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরেছেন। তিনি একবার মনে করিয়ে দিয়েছেন গত বছর আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একমাত্র বেঁচে ফেরা বিশ্বাস কুমার রমেশের কথা। ঘটনার প্রেক্ষাপট আলাদা হলেও এই দুই ব্যাক্তি সাক্ষাৎ মৃত্যুকে জয় করেছেন। চাঁদিবেনিয়ার বাসিন্দা বিষ্ণুপদ মঙ্গলবারই ময়নার বাড়ি ফিরে জানালেন সেই অভিশপ্ত রাতের কথা। কি ঘটেছিল সেদিন তা বলতে গিয়ে কাঁপল তাঁর গলা।

রবিবার রাতের ঘটনা উল্লেখ করে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে বিষ্ণুপদ জানালেন প্রতিদিনের মত রবিবারও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন রাত ৯টা সাড়ে ৯টা নাগাদ। স্বাভাবিক ভাবেই সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর চোখে নেমে এসেছিল অঘোরে ঘুম। এর পরেই তিনি বলেন হঠাৎ চিৎকার শুনে সকলে ধড়ফড়িয়ে উঠে যান। শুনতে পান কেউ বা কারা যেন চিৎকার করে বলছে, বাইরে বেরিয়ে আয় এখনই আগুন লেগেছে। বেরিয়ে না এলে বাঁচবি না। তারপর একটি থেমে কাঁপা গলায় বিষ্ণুপদ বলেন, “চিৎকার শুনে আমার মোবাইলটা হাতে নিয়ে জাস্ট দৌড়। ১০ সেকেন্ডও হয়নি, দেখি নিঃশ্বাস নিতে পারছি না। চারদিকে ধোঁয়া। কিছুই দেখতে পাচ্ছিনা। সিঁড়ি থেকে লাফ দিয়ে কোনও মতে বেরিয়ে আসি। তার পরে যা দেখলাম তা ভয়াবহ। মুহূর্তে সব শেষ।”

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডের ৪২ ঘণ্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস

প্রায়  ৩২ ঘণ্টা  পার হলেও এখনও পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামে ধিকিধিকি আগুন জ্বলছে ।  মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা।  রবিবার রাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের  মোমো কোম্পানির গুদামে আগুন লাগে।  ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। ১২টি ইঞ্জিন । সোমবার রাত পর্যন্তও সেই আগুন নেভানো যায়নি। এমনকি বহু মানুষের হদিশ মেলেনি। এখনও আগুনের আঁচ থাকায় শুরু করা যায়নি ফরেন্সিক পরিক্ষাও। আগুন নিভলে তথ্য জোগাড়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আর লুকোচুরি নয়, জনসমক্ষে পঞ্জাবি গায়ক তালবিন্দরের সঙ্গে প্রেমে সিলমোহর দিশা পাটানির

ম্যাট লিপস্টিক পরলেই কি ঠোঁট ফাটছে? এই ৫ টি সহজ টোটকায় ঠোঁট থাকবে মাখনের মতো নরম

হরিয়ানার কনসার্টে চরম হয়রানির শিকার মৌনি, ‘বুড়ো’ দর্শকদের কীভাবে জব্দ করলেন?

নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

ইঁদুর মারার ফাঁদই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল ঠাকুরমা-নাতি সহ ৩ জন

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ