এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গণনা চলছে বুধ সকালেও, অব্যাহত শাসকের জয়ও

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) ভোটগ্রহণ করা হয়েছিল গত শনিবার অর্থাৎ ৮ জুলাই। গতকাল অর্থাৎ ১১ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা ও ফল প্রকাশের কাজ। ২৪ ঘন্টা পার করে সেই গণনার কাজ এখনও চলছে রাজ্যের ৩০০’র কিছু বেশি গণনাকেন্দ্রে। গতকাল গণনার শুরু সময় থেকেই সামনে আসতে শুরু করে বাংলার শাসক দলের দাপট। বুধ সকালেও দেখা যাচ্ছে সেই দাপট অব্যাহত থাকছে। তবে বিরোধীদের ফল যে খারাপ হচ্ছে এমনটাও কিন্তু নয়। তবে বিজেপিকে এবার বড়সড় ধাক্কা খেতে হচ্ছে প্রায় সব জায়গাতেই। তুলনায় কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে বাম আর কংগ্রেস। এই দুই দলের যে ভোট রামের ঝুলিতে চলে গিয়েছিল সেই ভোট ফের ফের দুই দলের ঘরে ফেরা কার্যত স্পষ্ট হয়ে উঠেছে এবারের ফলাফলে। এমনকি বিজেপিকে ঠেকাতে বাম ও কংগ্রেসের যে ভোট তৃণমূলে গিয়েছিল একুশের ভোটে সেই ভোটও এবারের পঞ্চায়েত নির্বাচনে ফিরে পাচ্ছে বাম ও কংগ্রেস।

আরও পড়ুন বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন : মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে দেখা যাচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের ৩টি স্তরেই তৃণমূল কংগ্রেসের(TMC) বিজয়রথ ছুটে চলেছে দুর্বার গতিতে। এখনও পর্যন্ত রাজ্যের ২২টি জেলার ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের(Gram Panchayat) মধ্যে ৩,১৮৭টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল সামনে এসেছে। সেই ফলের ভিত্তিতে দেখা যাচ্ছে ২, ৫৬২টি গ্রাম পঞ্চায়েত হয় চলে গিয়েছে তৃণমূলের ঝুলিতে কিংবা সেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। ২১২টি গ্রাম পঞ্চায়েতে হয় বিজেপি(BJP) জিতে গিয়েছে নতুবা এগিয়ে রয়েছে। বামেরা(Left) জিতে গিয়েছে কিংবা এগিয়ে রয়েছে ৪২টি গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের(INC) ঝুলিতে গিয়েছে ১৭টি গ্রাম পঞ্চায়েত। আইএসএফ পেয়েছে ৮টি গ্রাম পঞ্চায়েত। অনান্যদের দখলে গিয়েছে ৮৩টি গ্রাম পঞ্চায়েত। কিন্তু নজরকাড়া ভাবে ২৬৩টি গ্রাম পঞ্চায়েত এখন ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে এর আগে কোনওদিন এত বড় সংখ্যক গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু ফল হয়নি। আসন সংখ্যার বিচারে ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৪১, ৭৭৬টি আসন। বিজেপি পেয়েছে ৯,১২৯টি আসন। বামেরা পেয়েছে ২,৯৮৫টি আসন। কংগ্রেস পেয়েছে ২,৪৪৫টি আসন। অনান্যরা পেয়েছে ২,২২২টি আসন। টাই হয়েছে ৪৭১টি আসন। অর্থাৎ এই আসনগুলির ফল অমীমাংসিত থাকছে।

আরও পড়ুন ‘No Vote to Mamata’ হয়ে গেল ‘Now Vote for Mamata’, ট্যুইট অভিষেকের

রাজ্যের ৩৪১টি ব্লকের পঞ্চায়েতের সমিতির(Panchayat Samity) মোট ৯,৭৩০টি আসনে এবার নির্বাচন হয়েছিল। দেখা যাচ্ছে তার মধ্যে ৪,৯৩৮টি আসন গিয়েছে তৃণমূলের দখলে। শাসকের থেকে বিস্তর পিছনে থাকা বিজেপি পেয়েছে ৫১১টি আসন। বামেরা জিতেছে ১২৫টি আসনে। কংগ্রেস পেয়েছে ১০৫টি আসন। অনান্যরা জিতেছে ৪৬টি আসনে। এখনও পর্যন্ত ৩৪১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬০টির ক্ষেত্রে ছবি পরিষ্কার হয়েছে যে সেই পঞ্চায়েত সমিতি কোন দলের দখলে যেতে বসেছে। দেখা যাচ্ছে এই ২৬০টির মধ্যে তৃণমূলের দখলে যাচ্ছে ২৪২টি পঞ্চায়েত সমিতি। বিজেপির দখলে গিয়েছে বা যাচ্ছে মাত্র ৮টি পঞ্চায়েত সমিতি। বামেরা পাচ্ছে ১টি পঞ্চায়েত সমিতি। অনান্যরা পাচ্ছে ৫টি পঞ্চায়েত সমিতি। ৪টি পঞ্চায়েত সমিতির ফল ত্রিশঙ্কু হয়েছে।

আরও পড়ুন পুরাতন গড়ে তৃণমূলের দাপটের মধ্যেও ঘুরে দাঁড়াল কংগ্রেস

জেলা পরিষদের(Zilla Parisshad) ক্ষেত্রে ২০টি জেলার মধ্যে প্রায় সব কটারই গণনা এখন চলছে পূর্ণ দমে। প্রাথমিক ট্রেন্ড বলছে সবকটি জেলা পরিষদই কার্যত তৃণমূলের দখলেই থেকে যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া ও বাঁকুড় এই ৪ জেলায় এবার বিজেপির সামনে জেলা পরিষদ দখলের সুবর্ণ সু্যোগ ছিল। কিন্তু সেই সুযোগ এবারে তাঁরা হারিয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে রাজ্যের ১২টি জেলা পরিষদে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শাসক দল। ২০টি জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল জয়ী হয়েছে ৫০৫টি আসনে। বিজেপি পেয়েছে মাত্র ১৫টি আসনে। বাম ও কংগ্রেস উভয়ে ৭টি করে আসনে জয়ী হয়েছে। ২টি আসনে জয়ী হয়েছে অনান্যরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আকাইপুর গ্রামের জয়ী সিপিআইএম প্রার্থী তৃণমূলে যোগ দিলেন

ভোট শেষেও যত্রতত্র রয়েছে রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন, পতাকা

মালদা ও বীরভূমে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল পুলিশ

তমলুকে বিজয় মিছিল থেকে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা

ইসলামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন দিল বিজেপি

জঙ্গলমহলের একাধিক গ্রামে পুলিশের রুট মার্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর