নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে পা রাখতে চলেছেন ভারতের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ। তাঁরা হলেন দেশের প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্র্যাঙ্কো এবং বক্সার লেনি ডা গামা। শনিবার দুপুরে গোয়ার এই দু’জনই যোগ দিলেন তৃণমূল-কংগ্রেসে। ফলে আরও শক্তিবৃদ্ধি হল পশ্চিমবঙ্গ সরকারের। সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় এবং বিধায়ক মনোজ তিওয়ারি তৃণমূলের পতাকা তাঁদের হাতে তুলে দেন। টুইটের মাধ্যমে দুই ক্রীড়াবিদের যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে মুগ্ধ হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন ডেনজিল এবং লেনি। গোয়ার প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেসের প্রার্থী হয়ে লড়তে ভীষণভাবে আগ্রহী। আর বিজেপি এবং জাতীয় কংগ্রেসের ওপর হতাশ হয়েই ঘাসফুল শিবিরে পা বাড়িয়েছেন বক্সার লেনি ডা গামা। যিনি ন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতিও।
দিন কয়েক আগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেরিও মমতার দলে নাম লিখিয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই যোগ দিলেন ডেনজিল এবং লেনি। ফলে অসম ও ত্রিপুরার পর গোয়াতেও নিজেদের শক্তি বৃদ্ধি করে ফেলল তৃণমূল।