এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ব্যাট-বল হাতে মাস্টার ব্লাস্টারের জীবনে ৫০-এর প্রভাব

নিজস্ব প্রতিনিধি:  শচীন রমেশ তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা এক ক্রিকেটার। সেই শচীন ৫০তম বর্ষে পদাপর্ণ করলেন সোমবার। শচীনের জন্মদিনের ৫০ বছরে একবার দেখে নেওয়া যাক ক্রিকেট মাঠে শচীনের ক্ষেত্রে ৫০ নামক সংখ্যাটি কতটা লাকি ছিল।

শচীন এবং ৫০

(১) শচীন হলেন সেই ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি পাওয়া প্রথম ক্রিকেটার। ২০০০ সালে নাগপুরে জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকেই এসেছিল ২০০ রানের ঝকঝকে ইনিংসের মাধ্যমেই এই নজির গড়েছিলেন শচীন। তখন ৩৫টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন গাভাসকর, ভিভ রিচার্ডস এবং ডেসমন্ড হেইনসরা।

(২) শচীন হলেন এমন একজন ক্রিকেটার যিনি ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটের সংস্করণে ৫০টির বেশি সে়ঞ্চুরি পাওয়া একমাত্র খেলোয়াড় যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠ সেঞ্চুরিয়ানে ৫১তম সেঞ্চুরিটি পূর্ণ করেছিলেন।

(৩) আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে শচীনই সবচেয়ে বেশি ২৬৪ বার অর্ধ্বশতরান পূর্ণ করেছেন। শচীনের পরই রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ২১৭টি অর্ধ্বশতরানের নজির।

(৪) টেস্টে ক্রিকেটে শচীন-এর ৫০ পার করা সংখ্যাটাও নেহাত কম নয়। সেই সংখ্যাটি হল ১১৯ বার। শচীনের পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস তাঁর ঝুলিতে রয়েছে ১১৩টি অর্ধ্বশতরানের নজির।

(৫) টেস্টে শচীন একবারই মাত্র ঠিক ৫০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেটি কলকাতার ইডেনে মাস্টার ব্লাস্টার করেছিলেন ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে।

(৬) টেস্টের মতো একদিনের ক্রিকেটেও শচীন ঠিক ৫০ রানের মাথায় আউট হয়েছিলেন দুবার। দুটি ক্ষেত্রেই প্রতিপক্ষ ছিল ব্রিটিশরা। সাল দুটি ছিল ২০০৩ এবং ২০০৮। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ডারবানে। এবং দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়েছিল কটকের বারবটি স্টেডিয়ামে।

(৭) রানের পাশাপাশি টেস্ট ক্রিকেটে শচীন ৫০ বলের ইনিংসও খেলেছিলেন দুটি। প্রথমটি ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে এবং দ্বিতীয়টি ২০১২ সালে। বিপক্ষ দল হিসেবে ছিল নিউজিল্যান্ড।

(৮) টেস্টের মতো একদিনের ক্রিকেটেও শচিন ৫০ বলের ইনিংস খেলেছিলেন ঠিক দুটি। প্রথমটি শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯৮ সালে এবং দ্বিতয়টি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০০ সালে।

(৯) টেস্টে মাত্র একবারই শচীন ব্যাট হাতে ক্রিজে ছিলেন মাত্র ৫০ মিনিট। সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯০ সালে।

১০) টেস্ট ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের অর্ধ্বশতরানের স্ট্রাইক রেট আছে মোট আটটি ম্যাচে। এবং একদিনের ক্রিকেটে আছে ১০টি ম্যাচে।

(১১) শচীন তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে মোট নটি দেশের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। তার মধ্যে ছটি দেশের বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৫০-এর বেশি।

(১২) একদিনের ক্রিকেটে অবশ্য সংখ্যাটা অনেক কম। সেক্ষেত্রে মাত্র তিনটি দেশের বিপক্ষে রয়েছে ৫০-এর বেশি ব্যাটিং গড়।

(১৩) ভারত টস হেরে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই ম্যাচে তেন্ডুলকরের গড় রানও সেই ৫০.০০।

(১৫) বল হাতেও একদিনের একটি ম্যাচে শচীন বল হাতে দিয়েছিলেন ৫০টি রান। শুধু তাই নয়, ২০০৫ সালে কেরলের কোচিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শচীন সেই ম্যাচেই ঝুলিতে পুড়েছিলেন ৫টি উইকেট।

টেস্ট এবং একদিনের ক্রিকেটে শচীনের  ৫০তম ম্যাচ

(১) নিজের ক্রিকেট জীবনের ৫০তম টেস্ট ম্যাচটি শচীন মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সালটা ছিল ১৯৯৭। সেবার ব্যাট হাতে তিনি করেছিলেন ৮৮ রান। কিন্তু দুর্ভাগ্যোর বিষয় সেই ম্যাচটিতে ভারত জয় পায়নি। পোর্ট অফ স্পেনে আয়োজিত সেই ম্যাচটি শেষ হয়েছিল অমীমাংসিতভাবে।

(২) ৫০তম একদিনের ম্যাচটি শচীনের একদমই ভালো কাটেনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৩টি রান। এবং সেই ম্যাচেও ভারত পরাজয় স্বীকার করেছিল।

শচীনের ৫০তম ইনিংস

(১) টেস্টে ক্রিকেট জীবনের ৫০তম ইনিংস শচীন খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সেই ম্যাচে কিন্তু অর্ধ্বশতরান পূর্ণ করতে ব্যর্থ হয়েছিলেন শচীন। তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৪০টি রান।

(২) আর সবচেয়ে যন্ত্রণাদায়ক হয়েছিল শচীনের কাছে তাঁর একদিনের ক্রিকেট জীবনের ৫০তম ইনিংসে। গোয়ালিয়রে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রিটিশদের বিরুদ্ধে শচীন করেছিলেন মাত্র ৫টি রান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভেস্তে গেল কেকেআর-রাজস্থান ম্যাচ, মঙ্গলে কামিন্সদের মুখোমুখি শ্রেয়সরা

পঞ্জাবকে চার উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ

হায়দরাবাদের সামনে ২১৫ রানের লক্ষ্যমাত্রা রাখল পঞ্জাব কিংস

থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন খেতাব জিতে নিল চিরাগ-সাত্বিক জুটি

চাপমুক্তভাবেই পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে হায়দরাবাদ

নিয়মরক্ষার ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নামছে কেকেআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর