নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারত-পাকিস্তান ম্যাচের। সোমবার দুপুর থেকে কলম্বোয় ফের অঝোরে শুরু হয়েছে বৃষ্টি। আর প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে পিচ এবং আউটফিল্ড ঢেকে দেওয়া হয়েছে। যেভাবে বৃষ্টি চলছে তাতে দুপুর তিনটেয় পূর্ব নির্ধারিত সময় মেনে হাই ভোল্টেজ ম্যাচ শুরুর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এদিন শেষ পর্যন্ত ২০ ওভারের ম্যাচ করা সম্ভব না হয় তাহলে পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই এক পয়েন্ট করে পাবে।
গতকাল রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু মাঝ পথে প্রবল বৃষ্টির কারণে ২৪.১ ওভারের পরেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে ভারতের রান ছিল দুই উইকেটে ১৪৭। সাজঘরে ফিরে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। দুজনেই অর্ধ শতরান করেছেন। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও দীর্ঘদিন বাদে দলে ফিরে আসা কে এল রাহুল।
বৃষ্টির কারণে রবিবার রাতে ম্যাচ স্থগিত রাখা হয়। খেলা গড়ায় রিজার্ভ ডে-তে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ম্যাচের বাকি খেলা হবে। অর্থাৎ ভারত ২৫.৫ ওভার ব্যাট করবে। তার পরে ব্যাট করতে নামবে পাকিস্তান। কিন্তু এদিন সকাল থেকে কলম্বোতে শুরু হয় বৃষ্টি। মাঝে আকাশ পরিস্কার হলেও ফের শুরু হয়েছে বৃষ্টি। আর তার ফলেই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।