এই মুহূর্তে




স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া, ক্রিকেটের হল অফ ফেমে জায়গা পেলেন মাইকেল বেভান




নিজস্ব প্রতিনিধি : ১৫ বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ জায়গা পেলেন মাইকেল বেভান। আগে ‘হল অফ’ ক্রিকেটে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সেই প্লেয়ারের টেস্ট ক্রিকেটের মানদণ্ডকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু টেস্টে খুব একটা ভাল ফর্ম ছিল না বাঁহাতি এই ব্যাটারের। কিন্তু ওয়ান ডে ফর্মে দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন মাইকেল বেভান। সাম্প্রতিক সময়ে এই মানদণ্ড বদলে শুধু টেস্ট ক্রিকেটের ভিত্তিতে নয়। সীমিত ওভারের ক্রিকেটেও সেরা পারফর্মারদের হল অফ ফেমে নিযুক্ত করার দাবি উঠেছিল। যাকে মান্যতা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর তাতেই ক্রিকেট অস্ট্রেলিয়া মাইকেল বেভানকে এই সম্মানে সম্মানিত করল।

একথা বলা বাহুল্য যে, ক্রিকেটে ফিনিশার টার্মের প্রতিষ্ঠা মাইকেল বেভানের হাত ধরে। ওয়ানডে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতি ছিল তাঁর। গত শতাব্দীর শেষ আর এই শতাব্দীর শুরুর দিকে বেভান এমন কিছু ম্যাচ জিতিয়েছেন, যা তখন অনেকের ভাবনার বাইরে ছিল। দীর্ঘ দিন পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত বেভান।

বেভানের হাতে হল অফ ফেমের স্মারক তুলে দেন ক্রিকেট অস্ট্রেলিার হল অফ ফেমের চেয়ারম্যান পিটার কিং।এরপর তিনি জানান, ‘মাইকেল বেভানের সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ রেকর্ডের কথা মাথায় রেখেছি আমরা। হল অফ ফেম কমিটি ওর পরিসংখ্যান নিয়ে ভাবতে বাধ্য হয়েছে। শুধু টেস্ট ক্রিকেটে আর নয়, ওয়ান ডে ও আগামীতে টি-টোয়েন্টি ফর্মাটেও সাফল্য পাওয়া ক্রিকেটারদের কথা মাথায় রাখা হবে। বেভানই সত্যিই অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।’

উল্লেখ্য, মাইকেল বেভান অস্ট্রেলিয়ার ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য সদস্য। এছাড়াও ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন জাতির সিরিজের একটি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটের জয় এনে দিয়েছিলেন বেভান, যেটিকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলোর একটি বিবেচনা করা হয়। ফিনিশার হিসেবে বেভানের আরও উল্লেখযোগ্য কয়েকটি ইনিংস আছে। ২০০২ সালে এমসিজিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮২ রানে ৬ উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। লক্ষ্য ছিল ২৪৬। সেই পরিস্থিতি থেকেও ম্যাচ বের করে আনেন বেভান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চ্যাম্পিয়নস ট্রফির আগে জোর ধাক্কা,শৃঙ্খলাবিরোধী আচরণের দায়ে শাস্তি পেলেন ৩ পাক ক্রিকেটার

কোহলি নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হলেন ইনি

বাভুমার দিকে রে-রে করে তেড়ে গেলেন বাবররা,সমালোচনায় পাক ক্রিকেট

বাদ ঋষভ পন্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পছন্দের উইকেটরক্ষক হিসেবে কাকে দেখছেন গৌতম গম্ভীর ?

প্রেমিকাকে নিয়েই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ঋষভ পন্থের জীবন বাঁচানো পরিত্রাতার

তৃতীয় ম্যাচেও জয়ী টিম ইন্ডিয়া, ১৩ বছর বাদে ইংল্যান্ডকে চুনকাম করলেন রোহিতরা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর