এই মুহূর্তে




টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন শাকিব

courtesy google




নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আর খেলবেন না শাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। শুধু টি-টোয়েন্টি নয়, বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। শুক্রবার থেকে কানপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ঠিক তার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করলেন শাকিব।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের নেওয়ার কথা জানিয়েছেন শাকিব আল হাসান। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে যত্নে তুলে রাখবেন শাকিব। তিনি ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

এই নিয়ে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। এই নিয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জানান, ‘আমি মীরপুরে শেষ টেস্ট খেলতে চাই। বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না। আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে। যদি আমাকে আশ্বস্ত করা হয় যে মীরপুরে খেলে বেরিয়ে আসতে পারব তাহলেই আমি ওখানে শেষ টেস্ট খেলব।’ যদি শাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন, তা হলে কানপুর টেস্টই তাঁর শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ হবে।একইসঙ্গে তিনি আরও বলেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে তাঁর শেষ এক দিনের সিরিজ।

শাকিবকে আগামী অক্টোবরে নিজেদের গড়ের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়েও প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন তিনি। তিনি জানান, ‘দেখুন, এখনও পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

তবে দেশে ফেরার আগে নিরাপত্তার কথাও ভাবছেন শাকিব। এই নিয়ে তিনি অবশ্য বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপত্তা পায়। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

অন্যদিকে অবসর নেওয়ার কারণ হিসেবে কষ্ট কিংবা অভিমানকে গুরুত্ব দিচ্ছেন না প্রাক্তন অধিনায়ক। পরিবর্তে তিনি বলেন, ‘এটাই সঠিক সময়, সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।’ পরবর্তীতে দলের প্রয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতেও পারেন শাকিব। তবে আপাতত তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না বলেই জানিয়েছেন।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সাকিব। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ৫০ ওভারের খেলাটাও ছাড়তে চান। জানান, ওয়ানডে অবসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তাই তিনি আশা করেন। একইসঙ্গে জানান, ‘হয়তো আর বাকী ৯টা ওয়ানডে।’

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটছে কিংবদন্তি কোচ স্যর আলেক্স ফার্গুসনের

অনলাইনে শুরু ইস্ট-মোহন ডার্বির টিকিট বিক্রি, দাম কত জেনে নিন

এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অস্বীকার ফরাসি তারকা ফুটবলারের

বরখাস্ত হাথুরুসিংহে, লিটনদের হেড স্যারের দায়িত্বে ক্যারিবীয় ক্রিকেটার

চার ‘কিংবদন্তি’কে বিদায়ের রাতে নেদারল্যান্ডকে হারিয়ে নকআউট জার্মানি

ভারত-পাকিস্তানকে হারিয়ে ৮ বছর পর সেমিফাইনালে নিউজিল্যান্ড

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর