এই মুহূর্তে

T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না লিটনরা, আইসিসিকে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে T-20 খেলতে দল পাঠাবে না বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে T-20 বিশ্বকাপ। এই টু্রামেন্টের লিগ পর্বের ৪টি ম্যাচই ভারতে পড়েছে বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কট্টর হিন্দুত্ববাদীদের লাগাতার হুমকির মুখে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজের বিকল্প নেওয়ারও অনুমতি দিয়েছে। আর তাতেই চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা (বিসিবি)। সূত্রের খবর, মুস্তাফিজের অপমানের বদলা নিতে আগামী ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলি যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা কিংবা তৃতীয় কোনও নিরপেক্ষ দেশে করা হয় সেই আর্জি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির দ্বারস্থ হচ্ছে বিসিবি। শনিবার (৩ জানুয়ারি) বৈঠকে বসছেন বিসিবির পরিচালকরা।

নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে দল না পাঠানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের খেলা অন্যত্র সরানোর কথা বলা হয়েছে। ৭ ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। এখানেই ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলার কথা রয়েছে লিটন দাসদের। কিন্তু তাঁরা ভারতে কোনও ম্যাচ খেলতে দল পাঠাতে রাজি নয়। শেষ ম্যাচ হওয়ার কথা মুম্বইতে। ভারতের বদলে অন্যত্র খেলতে রাজি তাঁরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে আইসিসির টি টোয়েন্টি ক্রিকেটের আসর। প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ওই গ্রুপের বাকি চার দল হল-ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপরে নির্যাতন নিয়ে যেভাবে দুই শহরে বিক্ষোভ হয়েছে। তারওপরে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনা। এরপরেই নিরাপত্তার অভাব বোধ করছেন বিসিবি কর্তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জল্পনার অবসান! ১৪ দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

ইংলিশ প্রিমিয়ার ক্লাব চেলসির নতুন কোচ কে হলেন?

প্রেম জমে ক্ষীর! প্রেমিকার হাত ধরে মুম্বইয়ের ইভেন্টে হার্দিক, কবে দ্বিতীয় বিয়ে করছেন?

ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ায় ব্যান করা হল প্রাক্তন এই RCB তারকাকে

মুস্তাফিজকে বাদ দেওয়ায় প্রতি সেকেন্ডে ফেসবুকে ৫ ফলোয়ার হারাচ্ছে KKR

সিডনিতে ফের হেড ঝড়, নয়া মাইলফলক স্পর্শ অসি ব্যাটারর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ