এই মুহূর্তে

‘‌এই জয় সনাতনীদের’‌, মোস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম

নিজস্ব প্রতিনিধি: মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ‘জয়’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। আর তার পর থেকেই খেলার মধ্যে রাজনীতির প্রবেশ ঘটেছে বলে মনে করা হচ্ছে। ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ সালের আইপিএলের আগে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে বলে খবর।

এদিকে ডিসেম্বর মাসে খেলোয়াড়দের নিলামে কেকেআর বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল। কদিন আগে সঙ্গীত সোম প্রকাশ্যেই মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে ছিলেন। বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন, বলিউড অভিনেতা শাহরুখ খানকে তিনি ‘গদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেও নিশানা করেছিলেন। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নিলামের তুল্যমূল্যের পর কেকেআর ৩০ বছর বয়সের এই বোলারকে কিনে নেয়। তবে বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি ও ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন

অন্যদিকে বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের হত্যাকাণ্ডে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ নিয়ে বিসিসিআইয়ের উপর চাপ বাড়ছিল। মোস্তাফিজুরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খবর প্রকাশের পর প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, ‘‌ভারতের ১০০ কোটি সনাতনির কথা ভেবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। গতকালই আমরা বলেছিলাম, এই ব্যাপারকে গ্রাহ্য করতেই হবে। কারণ ১০০ কোটি ভারতীয়র আবেগকে উপেক্ষা করা যাবে না। এটা গোটা দেশের হিন্দুদের জয়।’‌ বাংলাদেশে হিন্দুদের উপর হামলার মধ্যে আইপিএলে একজন বাংলাদেশি ক্রিকেটারকে কেনার জন্য শাহরুখ খান প্রতিবাদের মুখোমুখি হয়েছিলেন।

এছাড়া বিজেপি নেতা কৌস্তভ বাগচি সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা করেন, ‘‌আইপিএলের কোনও দলে যদি কোনও বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, আমরা তা হতে দেব না। প্রয়োজনে আমরা শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না।’‌ এই প্রতিবাদে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তাঁর বক্তব্য, ‘‌বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও হত্যা করা হচ্ছে। তাদের ঘর থেকে টেনে বের করে নগ্ন করে মারধর করা হচ্ছে। সেখান থেকে খেলোয়াড় কেনা বিশ্বাসঘাতকতা। শাহরুখ খানের মতো লোকেরা বিশ্বাসঘাতক।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জল্পনার অবসান! ১৪ দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল

সেভেন সিস্টার্সকে আলাদা করার হুমকি দেওয়া ইসলামি জঙ্গির সঙ্গে তারেকের বৈঠক

এরশাদের পার্টিকে ভোটে লড়তে দেওয়া যাবে না, নতুন আবদার ইসলামি জঙ্গিদের

মুখে মারিতং জগ‍ৎ! ‘দুশমন’ ভারত থেকে ১.৮০ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে ইউনূস সরকার

মোল্লা ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, ৩৫ দিনে খুন ১১ জন

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ