এই মুহূর্তে




‘আর মেরো না!’ ড্রেসিংরুমে গিয়ে যশস্বী জয়সওয়ালের কাছে করুণ আর্তি কিংবদন্তি ব্রায়ান লারার

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় খেলোয়াড়দের দাপটে টেস্টের মাঠে অসহায় ওয়েস্ট ইন্ডিজ। আমদাবাদে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এখন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথমে টেস্টের শেষে ১৪০ রানে এগিয়ে রয়েছে ভারত। মাঠে ভারতীয় স্পিনারদের দাপটে যেন দিশেহারা হয়ে পড়েছিল ক্যারাবিয়ান ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্টেও একই হাল। ভারতীয় স্পিনারদের দাপটে অসহায় ওয়েস্ট ইন্ডিজ। আজ মাঠে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে তাদের উপর ফলো অন চাপিয়েছেন অধিনায়ক শুভমন গিল। ৫ ক্যারাবিয়ান ব্যাটারকে আউট করেছেন কুলদীপ নিজেই। ইতিহাস গড়েছেন তিনি। পাশাপাশি টেস্টের প্রথম ইনিংসে, তরুণ ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল ১৭৫ রানে এক অনবদ্য ইনিংস খেলে ছেন। পাশাপাশি শুভমন গিলও সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন। যেটি জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর তাঁর ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি ছিল।

সুতরাং টেস্টের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ভারতের এই আগ্রাসি পারফরম্যান্স দেখে রীতিমতো ভয়ে চুর ক্যারাবিয়ানরা। মাঠে ভারতের কাছে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ।  তেমন পারফরম্যান্সই দেখাতে পারছে না। তবে, টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার পরে রান আউট হন যশস্বী, তাই দ্বিশতরান করতে পারেননি তিনি। তবে ম্যাচের পর দিনই ভারতের ড্রেসিংরুমে যশস্বীর সঙ্গে একটি মজার ঘটনা ঘটেছিল। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন খেলোয়াড় গ্রেট ব্রায়ান লারা ভারতীয় ড্রেসিংরুমে ঢুকে যশস্বী জয়সওয়ালকে বলেন, “আমাদের বোলারদের এত কষ্ট দেবে না, তাদের বলে এতটা মেরো না!” না একেবারেই গম্ভীর হয়ে নয়, মজার ছলে যশস্বীকে অনুরোধ করেন লারা। এই কথা শুনে, তখন সমস্ত ভারতীয় খেলোয়াড় হেসে ওঠেন। লারা, জয়সওয়াল উষ্ণ আলিঙ্গন ভাগ করে নেন। অর্থাৎ যশস্বীর পারফরম্যান্সে আপ্লুত লারাও। বলা যায়, এই মুহূর্তটি দুই প্রজন্মের ব্যাটিং প্রতিভার মধ্যে শ্রদ্ধার একটি সুন্দর উদাহরণ। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছিলেন যশস্বী।

পরে, নিজের খেলা সম্পর্কে বলতে গিয়ে জয়সওয়াল বলেন, “আমি সবসময় দলের চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। যদি আমি ফর্ম ধরে থাকি, তাহলে যতক্ষণ সম্ভব খেলার চেষ্টা করি। এটাই আমার মানসিকতা। যদি শুরুটা ভালো হয়, তাহলে আমি এটাকে আরও বড় করতে চাই।” জয়সওয়াল তাঁর ইনিংসে ২২টি চার মেরে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যাটিংয়ে ভারত ৫১৮/৫ এ তাদের ইনিংস শেষ করেছে। তবে ভারতে টেস্ট ম্যাচের প্রথম দিনে যশস্বী দ্বিতীয়বার ১৫০-এর বেশি রান করেছেন। এর আগে, ২০২৪ সালে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে তিনি ১৭৯ রান করেছিলেন। যশস্বী ছাড়া ভারতের মাটিতে কেবল বিরাট কোহলিই এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের পর থেকে, ভারতের উদ্বোধনী ব্যাটসম্যানরা মোট ১৩টি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে সাতটির মালিক যশস্বী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ