এই মুহূর্তে




রোহিত-কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙলেন ‘ক্যাপ্টেন’ গিল, বললেন…

নিজস্ব প্রতিনধি: আগামীতে ভারতের ওয়ানডে পরিকল্পনায় হিটম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম আছে? অস্ট্রেলিয়ায় খেলার পর অবসর নেবেন দুই তারকা ক্রিকেটার। এটাই এখন ক্রিকেট মহলে কোটি টাকার প্রশ্ন যার উত্তর কেবল ভারতীয় টিম ম্যানেজমেন্টই দিতে পারে। রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কত্বের ব্যাটন উঠেছে শুভমান গিলের হাতে। এই নিয়েও একাধিক প্রশ্ন ঘুরছে। নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক শুভমান গিল ও দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা জারি রয়েছে। এই আবহেই রোহিত-কোহোলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভাঙলেন ‘ক্যাপ্টেন’ গিল।

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর রোহিত এবং কোহলি এখন ভারতের হয়ে একই ফর্ম্যাটে খেলেন এবং আইপিএল ২০২৫ সালের পর থেকে কেউই কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সময় তারা আবার মাঠে ফিরবেন। তারপর কি হবে? এই প্রশ্নই করা হয়েছিল গিলকে। সাংবাদিক সম্মেলনে রোহিত এবং কোহলির ভবিষ্যৎ নিয়ে বিরাট ইঙ্গিত দিলেন গিল। গিল খুব বেশি চিন্তা না করেই স্পষ্ট করে দিলেন যে রোহিত এবং কোহলি উভয়ই ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য তাদের পরিকল্পনার অংশ। গিল বললেন, “অবশ্যই। এই দুজনের অভিজ্ঞতা এবং ভারতের হয়ে তারা যে ম্যাচ জিতেছে – তাদের রেকর্ডের সাথে খুব কম খেলোয়াড়ই মিলে যায়। এই ধরণের দক্ষতা, মান এবং অভিজ্ঞতার খেলোয়াড় বিশ্বে খুব কমই আছে। সেই দিক থেকে, আমরা অবশ্যই তাদের (ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসাবে) দেখছি।” রোহিতকে নিয়ে এদিন শুভমান বলেন,  “রোহিত ভাই যেভাবে নেতৃত্ব দিত, তা থেকে আমি শিখেছি। সে খুব শান্ত থাকত। সব সময় ঠান্ডা মাথায় থাকত। দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারত রোহিত ভাই। আমিও সেই সব গুণগুলো নিয়ে নেতৃত্ব দিতে চাই।”

 অধিনায়কত্ব পাওয়া নিয়ে গিল সাংবাদিকদের জানান, আনুষ্ঠানিক ঘোষণার কিছুক্ষণ  আগেই তাকে ওয়ানডে অধিনায়কত্ব হস্তান্তরের কথা জানানো হয়েছিল।  বলেন,  “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (আহমেদাবাদে) প্রথম টেস্টের পর ঘোষণা করা হয়েছিল কিন্তু আমি এটি সম্পর্কে  কিছুক্ষণ আগেই জানতে পেরেছিলাম। ভারতের নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। ওই (ওয়ানডে) ফর্ম্যাটে আমার দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই উত্তেজিত। এবং হ্যাঁ, গত কয়েক মাস আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ ছিল। তবে ভবিষ্যতে কী হবে তা দেখার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি যতটা সম্ভব বর্তমানের সাথে থাকতে চাই এবং আমি কী অর্জন করতে পেরেছি বা দল হিসেবে আমরা কী অর্জন করতে পেরেছি তা নিয়ে আসলে পিছনে ফিরে তাকাতে চাই না। কেবল সামনের দিকে তাকাতে চাই এবং আসন্ন মাসগুলিতে আমাদের যা আছে তা জিততে চাই।”  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ