এই মুহূর্তে

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞার পিছনে থাকা তিন ‘নাটের গুরু’কে চিনে নিন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। অর্থা‍ৎ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা আর টিভিতে আইপিএল দেখতে পারবেন না। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তি সত্বেও ওই তিন সিদ্ধান্ত নিয়েছেন ইউনূসের তিন উপদেষ্টা। ওই তিন নাটের গুরু হলেন ইউনূসের ‘বান্ধবী’ সৈয়দা রিজওয়ানা হাসান, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুখি। তিন জনেই কট্টর ভারত বিদ্বেষী ও পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত। সূত্রের খবর, বাংলাদেশের পাকিস্তানপন্থীদের ভারত বিরোধিতায় ইন্ধন জোগানো হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিসিবি’র এক পরিচালক জানিয়েছেন, ‘সরকারের তরফেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে দুই দেশের মধ্যে খেলাধুলোর সম্পর্ককে কবরে পাঠানো হল।’

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে শুরু হয়েছিল ভারত বয়কট আন্দোলন। মূলত বিএনপি এবং পাকিস্তানপন্থী দলগুলি সম্মিলিতভাবেই ওই আন্দোলন শুরু করেছিলেন। আর সেই আন্দোলনকে সেআসরি সমর্থন জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুখি ও আসিফ নজরুল। সরাসরি রাজপথে নেমেই ভারতীয় পণ্য বথকটের ডাক দিয়েছিলেন। শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে পৌঁছেছে। দিল্লির বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কথাবার্তা বলে গিয়েছেন তিন জন। এমনকি হিন্দু নিধনেও মদত জুগিয়েছেন।

মুস্তাফিজকে আইপিএলে নিষিদ্ধ করার খবর ছড়িয়ে পড়ার পরেই সমাজমাধ্যমে সরব হয়েছিলেন ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত আসিফ-রিজওয়ানা ও ফারুকি। আইপিএল সম্প্রচার বন্ধ ও ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার আওয়াজ তুলেছিলেন। তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বুঝে গিয়েছিলেন, ‘ভারতের সঙ্গে সঙ্ঘাতের পথেই হাঁটছে তদারকি সরকার।’ শনিবার (৩ জানুয়ারি) রাতেই সরকারের কাছে বিসিবি’র তরফে বার্তা পাঠানো হয়েছিল, মুস্তাফিজকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনার আগে যেন সরকারের তরফে কোনও কঠির সিদ্ধান্ত না নেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি তিন উপদেষ্টা। গতকাল রবিবার (৩ জানুয়ারি) তিন জনেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে দাবি করেন, ‘ভারতকে শিক্ষা দেওয়ার যে চরম সুযোগ এসেছে, তা কাজে লাগানো হোক। এতে দিল্লিকে যেমন চাপে রাখা যাবে, তেমনই ভোটের আগে ভারত বিরোধী দলগুলিকে মানসিকভাবে চাঙ্গা করা যাবে। দেশের মানুষকে বার্তা দেওয়া যাবে, আমরা ভারতকে এক নম্বর শত্রু হিসাবেই দেখি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশে চোর সন্দেহে হিন্দু যুবককে ধাওয়া, প্রাণ বাঁচতে খালের জলে ঝাঁপ দিতেই মৃত্যু

‘দেশ আগে’, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঞ্চালিকার পদ থেকে সরে দাঁড়ালেন ঋদ্ধিমা পাঠক

ভারতেই খেলতে হবে এমন নির্দেশ দেয়নি ICC, দাবি বাংলাদেশ বোর্ড সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা নিউজিল্যান্ডের, বাদ পড়লেন টিম রবিনসন

মুস্তাফিজুরের পর এবার লিটন দাস, টাইগার অধিনায়কের স্পন্সর থেকে সরে দাঁড়াল ভারতীয় সংস্থা

বিশ্বকাপ খেলতে চাইলে ভারতে আসতে হবে, বাংলাদেশ বোর্ডকে জানাল আইসিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ