এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পাকড়াও হলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাঁকে গ্রেফতার করেছে ভডোদরা পুলিশ। পাশাপাশি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ভডোদরা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) রাত আড়াইটা নাগাদ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন মদ্যপান করে নিজের এমজি হেক্টর গাড়ি চালিয়ে যাচ্ছেন। আকোটার পুনীত নগর সোসাইটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা একের পর এক গাড়িকে ধাক্কা মারেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু নেশার ঘোরে মত্ত হয়ে থাকা প্রাক্তন ক্রিকেটারকে নিয়ন্ত্রণে আনা যায়নি। কমপক্ষে তিনটি গাড়িকে ধাক্কা মারে মার্টিনের গাড়ি। এদিন ক্ষতিগ্রস্থ একটি গাড়ির মালিকের তরফে স্থানীয় আকোটা থানায় প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় মার্টিনকে। মদ খেয়ে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে খেলতেন ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন। রঞ্জি ট্রফিতে বরোদার অধিনায়কত্বও করেছিলেন। পাশাপাশি ভারতীয় দলের জার্সি গায়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচেও খেলেছিলেন। ১৫ বছর আগে ২০১১ সালে মানবপাচারের দায়ে প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

ISL-এ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান, সম্ভাব্য সূচি প্রকাশ AIFF-র, কলকাতা ডার্বি কবে?

শেষ ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে দুরমুশ করে ঐতিহাসিক জয় ইতালির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ