-273ºc,
Friday, 2nd June, 2023 8:56 pm
নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। তারপরই ইংল্যান্ডের ওভালে বসতে চলেছে চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। যে ম্যাচে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ফাইনাল ম্যাচে যে দল বিজয়ী দল কত অর্থ পুরস্কারমূল্য হিসেবে পাবে তাই ঘোষণা করা হল শুক্রবার এই ঘোষণা করা হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সমস্থা আইসিসির পক্ষ থেকে।
চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বিজয়ী দল পাবে ১.৬ মিলিয়ান ডলার। এবং বিজিত দল পাবে ৮০, ০০০ হাজার ডলার।
উল্লেখ্য, ২০২৩ সালের আইসিসি পরিচালিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হচেছে ৭ জুন থেকে। চলবে ১১ জুন অবধি। তবে অতিরিক্ত দিন হিসেবে একদিনকে হাতে রাখা হয়েছে।
চলতি বছরের এই পুরস্কার মূল্য ২০১৯-২১ সালের পুরস্কার মূল্যের সমান। আর মোট টুর্নামেন্টের পুরস্কার মূল্য হচ্ছে ৩.৮ মিলিয়ন ডলার।
আরও জানতে পড়ুন: মালয়েশিয়া ওপেনে সেমি ফাইনালে সিন্ধু, বিদায় কাদম্বী শ্রীকান্তের
২০২৩-এর আগে একই অর্থের পুরস্কার জয় করেছিল চ্যাম্পিয়ন দল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সেবার বিশ্ব সাউদাম্পটনে আয়োজিত হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। সেই ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৮ উইকেটে পরাজিত করেছিলেন কেন উইলিয়ামসনরা।
তবে ৩.৮ মিলিয়ন ডলার ভাগ করে দেওয়া হবে ৯টি দলের মধ্যে। তার মধ্যে ২০২১-২৩ সালের মধ্যে তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাবে ৪৫,০০০ ডলার। এবং চতুর্থ স্থানাধিকারী ইংল্যান্ড দল পাবে ৩৫,০০০ ডলার। এবং পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা দল পাবে ২০,০০০ ডলার।
এছাড়া ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ড, সপ্তম স্থানে থাকা পাকিস্তান এবং অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল পাবে ১০,০০০ ডলার।