এই মুহূর্তে




শেফালি-স্মৃতির চওড়া ব্যাটে ২৯৮ রান তুলল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধিঃ শেফালি-স্মৃতির চওড়া ব্যাটে ২৯৮ রানে এবং ৭ উইকেটে প্রথম ইনিংস শেষ করল ভারত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৯৯। ভারী বৃষ্টির জন্যে প্রায় ২ ঘন্টা বিলম্ব হয়েছে মহিলা বিশ্বকাপ ফাইনালের। বিকেল ৪.৩২ মিনিট নাগাদ হয়েছিল টস। তবে পুরো ওভারেই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টসে হেরে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দল কেউই আগে বিশ্বকাপের ট্রফি জেতে নি। তাই আজকের ম্যাচের শেষে প্রায় ২৫ বছর পর মহিলাদের ক্রিকেট নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে। জিতলে উইনার টিম পাবে প্রায় ১২৫ কোটি টাকা। যাই হোক, বৃষ্টি থেমে গিয়েছে, মাঠ শুকোতেই ভারতের হয়ে খেলতে নামেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। প্রথমদিকে বেশ ভালই পারফর্ম্যান্স করেছেন তাঁরা। ৫ ওভারেই ৪০ পার করেছিল ভারত। স্মৃতি মান্ধানার ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছিল ভারত। তবে এদিন দুই দলে স্কোয়াড অপরিবর্তিত ছিল। কোনও বদল হয়নি। তবে বৃষ্টিতে অনেক ক্ষণ ঢাকা থাকার দরুণ এই পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছেন না।

তবে নিউজিল্যান্ড-ভারত ম্যাচ খেলা হয়েছিল এই পিচেই। প্রথম থেকেই লক্ষ্য রয়েছে ভারতের দিকে। শেষ ন’টি ফাইনালের মধ্যে পাঁচ বার টসে প্রথমে ব্যাট করা দল জিতেছে ভারত। এদিকে খেলা শুরু হওয়ার আগে দুই দেশেরই জাতীয় সংগীত গেয়েছেন দুই দেশের জনপ্রিয় গায়িকারা। কিন্তু জাতীয় সঙ্গীতের সময়ে কেঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। কেননা এ বছরই হয়তো তাঁর শেষ ম্যাচ। যাই হোক, আজ প্রথম থেকেই খেলাতে ফর্মে ছিলেন শেফালি বর্মা। সেমিফাইনালে মাত্র ১০ রানে আউট হলেও আজকের ম্যাচে প্রথম ৪ এসেছিল তার ব্যাট থেকেই। ফাটিয়ে খেলছেন তিনি। প্রায় ১১ ওভারে স্মৃতি, শেফালি জুটি বেঁধে প্রায় ৭০ তুলে ফেলেছিলেন। পাশাপাশি দাপটের সঙ্গে খেলেছেন স্মৃতি মান্ধানা। আর প্রথম ৪৫ বলে অর্ধশত রান করেছেন শেফালি বর্মা। অন্যদিকে ৫৮ বলে ৪৫ রান করেই আউট হন স্মৃতি মান্ধানা।

তার জায়গায় খেলতে আসেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ভাঙা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ। তবে জেমিমার সঙ্গে জুটি বেঁধে ১৬৬ তুলতেই আউট হন শেফালি। সেঞ্চুরির কাছে গিয়েও ১০০ করতে পারলেন না তিনি। ৭৮ বলে ৮৭ রানেই আউট হন তিনি। যদিও মাঝে বাঁ পায়ের পেশিতে টান ধরেছিল শেফালির। তবুও খেলা চালিয়ে গিয়েছিলেন। এবং শুরু থেকে দলকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন শেফালি। তার আউট হয়ে যাওয়ার পরেই মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৫ রানে আউট হয়েছিলেন। এদিকে হরমনপ্রীত আসতেই জেমাইমা আউট হয়ে যান, তবে আজ তাঁর মাঠে তেমনি জোর ছিল না। ৩৭ বলে মাত্র ২৪ রান তুলেই তিনি আউট হয়ে যান। এরপর হরমনপ্রীতের সঙ্গে জোট বাঁধেন দীপ্তি শর্মা। যদিও ১৮৬ রানের পরেই ভারতের রানের গতি কমে। এরপর ২৩৩ রানের মাথায় ২৯ বলে ২০ রান করে আউট হয়ে গিয়েছেন। এরপরে দীপ্তি শর্মার সঙ্গে জুটি বাধেন আমনজ্যোৎ কৌর। এদিকে খাকার বলে লুসের হাতে ক্যাচে আউট হন শেফালি, খাকার বলে উইলবার্টের হাতে ক্যাচে সাজঘরে ফেরেন জেমাইমা।এদিকে হরমনপ্রীতের পর আমনজ্যোৎ কৌরও আউট হয়ে গেলেন। তিনি ডি ক্লার্কের বলে সোজা মেরেছিলেন আমনজ্যোৎ। আর তাতেই এক হাতে ক্যাচ নিলেন ডি ক্লার্ক। অন্যদিকে দীপ্তি শর্মা মাঠে নেমেই আক্রমণাত্মক পারফরম্যান্স দিয়েছেন এবং অর্ধশতরান পার করেছেন। শেষ ওভারে খাকার বলে এমিনির ক্যাচে মাঠ ছাড়তে হল রিচা  ঘোষকে। ২৪ বলে ৩৪ রান করেছেন তিনি।এদিকে দর্শকাসনে মেয়েদের উৎসাহ দিতে পৌঁছেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ বলে দীপ্তি শর্মা রা্ন আউট হন। এবং ২৯৮ তুলে দক্ষিণ আফ্রিকাকে টার্গেট ছুঁড়ে দেন ২৯৯ রান। তবে শেষ কয়েক ও ওভারে একেবারে ভাল খেলতে পারল না ভারত। হেসে খেলে ৩০০ তোলার কথা ছিল তাদের। কিন্তু ২৯৮ তেই থামতে হল দীপ্তিদের। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ