এই মুহূর্তে

একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

নিজস্ব প্রতিনিধি:  আজ বুধবার (২৮ জানুয়ারি) বিশাখাপত্তনমে চতুর্থ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। কিউইদের কাছে এখন বড় মাথাব্যাথা হল ভারতের তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা। গুয়াহাটিতে যেভাবে নিউজিল্যান্ডের বোলারদের দুরমুশ করেছেন অভিষেক তাতে কিউইদের চাপে থাকারই কথা। এখন পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে হওয়া তিনটি ম্যাচই জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিউইদের হোয়াইটওয়াশ করার চেষ্টা করবে ভারত। তবে চতুর্থ ম্যাচে একাধিক বদল করতে পারেন সূর্যকুমাররা। বেশ কয়েকজন ক্রিকেটারকে দেওয়া হতে পারে বিশ্রাম। সঞ্জু স্যামসনের ব্যাটিং ভাবাচ্ছে ভারতকে। যদিও কোচ গম্ভীর সে কথা স্বীকার করেননি। যদি বদল হয় তাহলে কাকে বিশ্রাম দেওয়া হতে পারে জেনে নিন।

ভারতীয় শিবির সূত্রে খবর ভারতের ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেন করবেন সঞ্জু এবং অভিষেক। ঈশান কিশন তিন নম্বরে নামবেন । অধিনায়ক সূর্যকুমার নামবেন চার নম্বরে । শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে থাকতে পারেন । ভারত সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ড্যকে। 

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ড্য, রিংকু সিং, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

আরও পড়ুন: ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

অন্যদিকে নিউজিল্যান্ডের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে । তারা ক্রিস্টিয়ান ক্লার্ক এবং টিম রবিনসনকে বাদ দিয়ে, জেমস নিশাম এবং লকি ফার্গুসনকে দলে ফিরিয়েছে। ফার্গুসন এবং নিশাম টি-টোয়েন্টি অভিজ্ঞতা অনেক এবং দুজনেই ভারতে অনেক ক্রিকেট খেলেছেন। তাদের প্রত্যাবর্তন নিউজিল্যান্ডের লড়াইয়ে ফিরে আসার সম্ভাবনা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। হোয়াইটওয়াশের মুখোমুখি হওয়া সত্বেও কিউইরা চতুর্থ টি-টোয়েন্টি জিততে চাইবে। নিউজি ল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম স্বীকার করেছেন অভিষেককে থামানোর উপায় খুঁজে পাননি। সিরিজের প্রথম তিনটি ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছেন অভিষেক। তাঁর স্ট্রাইক রেট ২৭১.৪২।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ডেভন কনওয়ে, টিম সেফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, লকি ফার্গুলসন, জ্যাকব ফার্গুলসন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

ISL-এ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান, সম্ভাব্য সূচি প্রকাশ AIFF-র, কলকাতা ডার্বি কবে?

শেষ ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে দুরমুশ করে ঐতিহাসিক জয় ইতালির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ