এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে আইএসএলের শীর্ষে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ডার্বিতে চির শত্রু ইস্টবেঙ্গলকে গুঁড়িয়ে দিয়ে আইএসএলের শীর্ষে উঠে এলো মোহনবাগান। রবিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে চির প্রতিদ্বন্দ্বী লাল হলুদকে ৩-১ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। আর ডার্বিতে দলের হয়ে গোল করেছেন বাগানের তিন স্ট্রাইকার জেসন কামিংস, লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতোস। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেছেন সাউল ক্রেসপো।

এদিন ম্যাচের শুরুতেই গোল হজম থেকে বেঁচে যায় কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। এক মিনিটের মাথায় লিস্টন কোলাসোকে ফাউল করেন ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের এক খেলোয়াড়। ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন  দিমিত্রি পেত্রাতোস। কিন্তু তা পোস্টে লাগে। ১৩ মিনিটের মাথায় বক্সের মধ্যে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথের সঙ্গে ধাক্কা লাগে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার। রেফারি পেনাল্টি দেন। কিন্তু ফ্লুকে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেননি লাল হলুদ অধিনায়ক। তাঁর জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচাল বাগান গোলরক্ষক। পেনাল্টি বাঁচানোর পরেই ইস্টবেঙ্গলকে চেপে ধরতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। তার পুরস্কারও পায়। ২৭ মিনিটে বক্সের মধ্যে থেকে ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে শট মারেন দিমিত্রি পেত্রাতোস। প্রথমে তা প্রতিহত করেন লাল-হলুদের গোলরক্ষক প্রভসুখন গিল। ফিরতি বল পেয়ে যান জেসন কামিংস। নিখুঁত শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন বাগানের বিদেশি স্ট্রাইকার। প্রথম গোল পাওয়ার পরেই চাপ বাড়াতে শুরু করে মোহনবাগানের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় বক্সের বাইরে বল পেয়ে ভিতরে ঢুকে বাঁ পায়ের শটে গোল করার চেষ্টা করেন পেত্রাতোস। পোস্টে লেগে সেই বল ফিরে আসে। আবার বক্সে বল রাখেন পেত্রাতোস। ফাঁকায় দাঁড়িয়ে থাকা লিস্টন ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন। বিরতির আগে তৃতীয় গোল পেয়ে যায় মোহনবাগান। সংযুক্তি সময়ের তিন মিনিটে বক্সের মধ্যে লিস্টনকে ফাউল করেন নন্দকুমার। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস।৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় লাল হলুদ শিবির। ৫৩ মিনিটের মাথায় মোহনবাগানের জালে বল জড়িয়ে ব্যবধান কমান সাউল ক্রেসপো। কিন্তু এক তরফা খেলেও গোলের মুখ খুলতে পারেনি ক্লেন্টন সিলভারা। শেষের দিকে মোহনবাগান বক্সের মধ্যে পাঁচ গজ দূর থেকে গোল লক্লেষ্য করে হেড করেছিলেন লাল হলুদ অধিনায়ক। কোনও রকমে ঝাঁপিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। ওই গোল হলে খেলার ফল কী হতো, তা বলা মুশকিল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির ফোডেন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ শাহরুখের, ঠিক কী হয়েছিল ২০১২ সালে?

টি ২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা, জানাল আইসিসি

বুমরাকে পিছনে ফেলে বেগুনি টুপির মালিক নটরাজন

মুম্বইকে হারিয়ে প্রথম চারে থাকা পাকা করতে চায় কেকেআর

ইউরোপা লিগে রোমাকে হারিয়ে ফাইনালের পথে এক পা লেভারকুসেনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর