এই মুহূর্তে

ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দান মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের অবিশ্বাস্য ভাবে প্রত্যাবর্তন করেছে। ODI সিরিজের শেষ ম্যাচে ৫৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড ২-১ সিরিজ নিজেদের পকেটে ভরেছে। অধিনায়ক হ্যারি ব্রুক দুর্দান্ত খেললেও কিংবদন্তি ক্রিকেটার জো রুট দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন। ১০৮ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে দেন। ৯টি চার এবং একটি ছক্কা মেরেছেন রুট। সেই সঙ্গেই ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের জার্সিতে এই বিশাল নজির গড়লেন।

শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট  ইংল্যান্ডের হয়ে ODI ক্রিকেটে ২০তম সেঞ্চুরি  করেছেন। ইংল্যান্ডের কোনও ক্রিকেটার  এর আগে এই ফর্ম্যাটে  ২০টি সেঞ্চুরি করেননি। ইংল্যান্ড ১৯৭১ সাল থেকে ODI ক্রিকেট খেলা শুরু করে। গত ৫৫ বছরে কেউই এই রেকর্ড গড়তে পারেননি। সেই কারণে প্রথম ক্রিকেটার হিসেবে রুট এই রেকর্ড অর্জন করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যান তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন । একদিনের ক্রিকেটে ১৩টি সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই রুটকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে কেউই নেই।  

ইংল্যান্ডের  খেলোয়াড়দের সেঞ্চুরির তালিকা 

জো রুট-২০টি

ইয়ন মরগান-১৩টি

জেসন রয়-১২টি

মার্কাস ট্রেসকোথিক-১২টি

জনি বেয়ারস্টো-১১টি

জস বাটলার-১১টি
শ্রীলঙ্কার বিপক্ষে জো রুট দুর্দান্ত এক সিরিজ খেলেছেন। প্রথম দুটি ম্যাচে তিনি ৬১ এবং ৭৫ রান করেন এবং শেষ ম্যাচে  বিশাল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন।  দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রুট। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে জো রুট বলেন,  মাঝখানে ব্যাট করাটা দারুন ছিল। তিনি হ্যারি ব্রুকের ১৩৮ রান এবং জ্যাকব বেথেলের ৭২ বলে ৬৫ রানের প্রশংসাও করেন। 
 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কঠোর শাস্তির মুখে জেমিমা রদ্রিগেজ! দিতে হবে বড় অঙ্কের জরিমানা, কি এমন করলেন ডব্লিউপিএলে?

একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারেন সূর্যরা, চতুর্থ ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?

মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, পাকড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

ISL-এ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান, সম্ভাব্য সূচি প্রকাশ AIFF-র, কলকাতা ডার্বি কবে?

শেষ ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে দুরমুশ করে ঐতিহাসিক জয় ইতালির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ