৪ কোটি টাকার জরিমানা করা হল Kerala Blasters-কে

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

1st April 2023 2:26 pm | Last Update 1st April 2023 2:37 pm

নিজস্ব সংবাদদাতা: ২০২২-২৩-এর ISL’র প্লে অফ ম্যাচে সুনীল ছেত্রীর Bengaluru FC মুখোমুখি হয় Kerala Blasters’র। হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুর কন্তিরাভা স্টেভিয়ামে। তারিখটা ছিল ৩ মার্চ। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে একটি ফ্রি কিক পায় Bengaluru FC। এখানেই ঘটে বিপত্তি। কেরল দলটি অভিযোগ করে তারা তৈরি হতে না হতেই রেফারি ক্রিস্টল জন বাঁশি বাজিয়ে দেন এবং যা থেকে গোল করে Bengaluru FC। এরপর মাঠে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েও যখন কোন ও ফল হবে না দেখে তখন মাঠ থেকে দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় Kerala Blasters টিম ম্যানেজমেন্ট। এরপরেই শুরু হয় বিস্তর জলঘোলা। কেন কেরল দল এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করল তা নিয়ে উঠতে শুরু করে নানা প্রশ্ন এবং তারা যে একটা শাস্তির মুখোমুখি হবে এটা জানাই ছিল। সেই শাস্তিটাই নেমে এল শুক্রবার বিকালে। ৪ কোটি টাকার জরিমানা করা হল তাঁদের।

আরও পড়ুন ভাড়ার বিমানে IPL 2023 খেলতে মুস্তাফিজুর

শুক্রবার বিকেলে AIFF’র ডিসিপ্লিনারি কমিটি দক্ষিণের এই দলটিকে বড় ধরনের আর্থিক জরিমানা করে আপাতত রেহাই দিল বড় ধরনের শাস্তির হাত থেকে। না এখানেই থেমে থাকেনি ভারতীয় ফুটবলের নিয়ম-শৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকা সর্বময় কর্তারা। এই ঘটনার জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয় Kerala Blasters’র কর্তৃপক্ষকে। না হলে অনাদায়ে আরও ২ কোটি টাকা তাদের দিতে হবে শাস্তি স্বরূপ। অর্থাৎ মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি টাকা। যা দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে অনেকের। শুধু দলকে জরিমানা করেই ক্ষান্ত থাকা হয়নি। জরিমানা করা হয়েছে দলের কোচ ইভান ভুকোমানভিচকেও। কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। AIFF পরিচালিত ১০টি ম্যাচে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে এবং ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে, যা নিয়েও প্রশ্ন তোলা শুরু হয়েছে ফুটবল মহল জুড়ে। কেউ কেউ আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন কেন এত বেশি টাকা জরিমানা করা হল দলটিকে? উদাহরণ স্বরূপ তাঁরা তুলে ধরছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত জাতীয় লিগের একটি ম্যাচের কথা। কি ঘটেছিল সেই ম্যাচে?

আরও পড়ুন IPL 2023, শনি বিকালে পাঞ্জাব বধে মরিয়া নাইটরা

চলে যাওয়া যাক ফ্ল্যাশব্যাকের পাতায়। ২০১৭ সালের ২ ডিসেম্বর সেই ম্যাচে হরমনজিৎ সিং খাবরার করা গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। তারপর  মোহনবাগান স্ট্রাইকার ওডাফা ওকোলি রেড কার্ড দেখা এবং সেই সময় গ্যালারি থেকে ধেয়ে আসা ইঁটের আঘাতে মাথা ফাটে রহিম নবির। এরপর ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান কর্তৃপক্ষের। এই ঘটনার জন্য মোহনবাগানকে এর থেকে অনেক কম টাকা জরিমানা করা হয়েছিল। যা নিয়েই প্রশ্ন তুলছেন অনেক ফুটবল সমর্থক। তাঁদের মতে, এত টাকার জরিমানা না করে বরং একটা বা দুটো ম্যাচ সাসপেন্ড করতে পারত। কিন্তু তা না করে AIFF উল্টো পথে হাঁটল। এরপর যদি কেরল কোনও দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ক্ষতি হবে ভারতীয় ফুটবলের‌। এই ব্যাপারে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

629
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like