এই মুহূর্তে




আইপিএল খেলতে ব্রিটিশ নাগরিকত্ব নিচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার




নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দু’দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্বিতীয় সংস্করণ থেকেই নিষেধাজ্ঞা চেপেছে পাকিস্তানের ক্রিকেটারদের উপরে। ফলে গত ১৭ বছর ধরে কোনও পাক ক্রিকেটারের সৌভাগ্য হয়নি আইপিএল খেলার। তবে ঘুরপথে আইপিএল খেলেছিলেন পাক ক্রিকেটার আজহার মেহমুদ। ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ার কারণে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। আইপিএল খেলতে আজহারের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন আরও এক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পেয়ে তিনি আইপিএল খেলতে পারবেন বলে আশাবাদী পাকিস্তানের তারকা ক্রিকেটার। সুযোগ পেলে কোন দলে খেলবেন তাও জানিয়েছেন আমির। তাঁর ইচ্ছে, বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলবেন।’

আইপিএল চালুর পরে প্রথম বছর শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, সোহেল তানভীর, কামরান আকমল, মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছিলেন। কিন্তু পরের বছর মুম্বইয়ে পাক জঙ্গি হানার পরেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হারিয়ে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। অনেকেই আইপিএল খেলার জন্য দিনের পর দিন মুখিয়ে ছিলেন। তবে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা থাকার পরও ব্রিটিশ পাসপোর্ট থাকার কারণে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন আজহার মেহমুদ।

আইপিএল খেলতে এবার তাঁর পদাঙ্ক অনুসরণ করছেন বর্ষীয়ান পাক পেসার মহম্মদ আমির। তিনিও ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। ফলে স্ত্রীর দৌলতে ব্রিটিস পাসপোর্ট পাবেন পাক তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘হারনা মান হে’-র এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমির। তাঁর কথায়, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনও দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’ কোন দলে খেলতে জানতে চাওয়া হলে কোনও রাখঢাক না রেখে আমির বলেন, ‘বিরাট কোহলির সঙ্গে একই দলে খেলার ইচ্ছে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই আমার প্রথম পছন্দ।’ বিরাটের প্রশংসা করে অভিজ্ঞ পাক পেসার বলেন, ‘একবার বিরাট আমাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। আমি তাতে বেশ খুশি হয়েছিলাম। আমি সব সময়ই কোহলির ব্যাটিংয়ের গুণগ্রাহী আর সে আমার বোলিংয়ের। ওর উপহার দেওয়া ব্যাটে আমার কয়েকটি ভাল ইনিংসও আছে।’   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণ মামলা থেকে বেকসুর খালাস পেলেন ব্রাজিলের তারকা ফুটবলার আলভেজ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিম

চাকরি হারাতে চলেছেন দরিভাল! কে হবেন ব্রাজিলের নয়া কোচ?

আইপিএলে তো ভাল বোলারদের পুরস্কারই মেলে না, কটাক্ষ অশ্বিনের

হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই ঋষভ পন্থকে জড়িয়ে ধরলেন সঞ্জীব গোয়েঙ্কা

চেন্নাইয়ে ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে আজ মুখোমুখি ধোনি-বিরাট

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর