31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:07 pm
নিজস্ব প্রতিনিধি: ২ এপ্রিল, এই দিন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত একটা প্রিয় দিন। দেশের ক্রিকেটের সোনালী ইতিহাসের পাতায় সারা জীবনের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটি। কারণ, ২০১১ সালের এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শনিবার সেই বিশেষ দিনটির ১১ বছর পূর্ণ হল। মহেন্দ্র সিং ধোনির হাতধরে ১৯৮৩ সালের পর ফের একবার বিশ্ব ক্রিকেটের সিংহাসন ফিরে পেয়েছিল টিম ইন্ডিয়া। একদশকের বেশি সময় পার হয়ে গেলেও সেই স্মৃতি ভারতবাসীদের মনেও আরও টাটকা।
ওয়াংখেড়েতে হওয়া মেগা ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তুলেছিল সচিন, কোহলি, সেহওয়াগ, গম্ভীর, যুবরাজরা। শ্রীলঙ্কার ২৭৪ রানের জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ম্যাচের সেরা হন মহেন্দ্র সিং ধোনি। আর সিরিজের সেরা হন যুবরাজ সিং।
ভারতের বিশ্বজয়ের পর সেই রানে গোট দেশ মেতে ছিল আতস বাজির উৎসবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বয়ে গিয়েছিল খুশির বন্যা। যা হয়তো দেশবাসী কখনও ভুলবে না।