33ºc, Clouds
Saturday, 21st May, 2022 8:42 am
নিজস্ব প্রতিনিধি: দেখতে-দেখতে প্রায় মাঝপথে চলে এসেছে এবারের আইপিএল। আর দিন দশেক পরই শেষ হবে জনপ্রিয় এই ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টের লিগ পর্ব। তবে এখনও পর্যন্ত মাত্র একটি দল প্লে-অফের ছাড়পত্র পেয়েছে। তারা হল আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আসা টিম গুজরাত টাইটানস। গত মঙ্গলবার তারা টুর্নামেন্টের আরেক নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে প্রবেশ করেছে। তবে প্লে-অফের টিকিট পাওয়ার লড়াইতে রয়েছে এখনও পাঁচটি দল। তাদের মধ্যে একটি হল দিল্লি ক্যাপিটালস। যারা বুধবার সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচণ ম্যাচে নামছে।
এই ম্যাচে হারলেই এবারের আইপিএলের প্লে-অফে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানির। এই মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। এখনও হাতে রয়েছে তিনটি ম্যাচ। আর ওয়ার্নার, মার্শদের রান রেটও যথেষ্ট ভালো রয়েছে। তাই বাকি তিন ম্যাচে ছয় পয়েন্ট তুলতে পারলে দিল্লির প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত। পাশাপাশি, ১৪ পয়েন্ট পেয়ে প্লে-অফের একেবারে কিনারায় দাঁড়িয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তাই সঞ্জু, বাটলাররা চাইবেন এই ম্যাচ জিতে টিকিট পাকা করে নিতে। তাই সবমিলিয়ে একটা জমজমাট ম্যাচ দেখা যাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এই ম্যাচে দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা শিমরন হেটমেয়ার সদ্য বাবা হয়েছেন। তাই তিনি আপাতত দেশে ফিরে গিয়েছেন। এখন আর তাঁর সার্ভিস পাবে না রয়্যালসরা। এটা তাদের ব্যাটিং অর্ডারে খানিকটা প্রভাব ফেলতে পারে।