এই মুহূর্তে




পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পাম্পকর্মীকে পিষে দিল গাড়ি

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: শনিবার মাঝরাতে মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে নদিয়া(Nadia) জেলার শান্তিপুরে(Shantipur)। জেলার রানাঘাট মহকুমার অধীনে থাকা শান্তিপুর থানার কন্দখোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের(NH 34) পাশে থাকা একটি পেট্রোল পাম্পে(Petrol Pump) শনিবার মাঝরাতে একটি গাড়ি তেল ভরে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় ওই পাম্পে কর্মরত এক কর্মী গাড়িটির সামনে রুখে দাঁড়িয়ে যান। কিন্তু গাড়িতে থাকা দুষ্কৃতীরা গাড়িটিকে ওই কর্মীর ওপর দিয়ে চালিয়ে(Hit and Run) নিয়ে চলে যায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে পাম্প থেকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে পুলিশ তদন্তে নামলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন, সরকারি জমি জবরদখলে অভিযুক্ত খোদ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তে ভূমি দফতর

জানা গিয়েছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস। বয়স মাত্র ৩০। তিনি পাম্পের পাশের এলাকারই বাসিন্দা ছিলেন। সেই সূত্রেই সেখানে তিনি কাজ পেয়েছিলেন। শনিবার ছিল তাঁর নাইট ডিউট। অনান্য দিনের মতোই সেখানে তিনি রাতে কাজে যোগও দেন। রাত প্রায় ২টো নাগাদ, একটি চারচাকা গাড়ি তেল ভরতে আসে ওই পেট্রোল পাম্পে। গাড়িতে ৩জন ছিলেন। গাড়ির পুরো ট্যাঙ্ক ভরে পেট্রোলও নেন। কিন্তু সেই তেলের দাম না দিয়ে তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে বিশ্বজিৎ সেই গাড়ির সামনে দাঁড়িয়ে যান। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ না করে বিশ্বজিতকে ধাক্কা দিয়ে গাড়িটি বেড়িয়ে যায়। সেই গাড়ির চাকাতেই পিষ্ট হন বিশ্বজিৎ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এদিন ভোররাত থেকেই তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।  

আরও পড়ুন, পিছন থেকে আন্দোলনে মদত যুগিয়ে এখন হাত কামড়াচ্ছে বিজেপি

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। যে পেট্রোল পাম্পে এও ঘটনা ঘটেছে তার মালিক অসীম পাল জানিয়েছেন, ‘গভীর রাতে একটি গাড়ি তেল ভরে। যার মূল্য সাড়ে ৫ হাজার টাকা। গাড়িতে তিনজন ছিলেন। ওরা ঘোরাঘুরি করছিল। আমার কর্মী টাকা চায়। তা না দিয়ে ওকে পিষে দিয়ে চলে যায়। আমরা পুলিশে খবর দিয়েছি।’ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এদিন সকাল পর্যন্ত না সেই গাড়ির হদিশ মিলেছে, না কেউ গ্রেফতার হয়েছে। ঘটনার জেরে বেশ আতঙ্কের মধ্যে আছেন ওই পেট্রোল পাম্পের কর্মীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তমীতেও ভোগাবে অসুর বৃষ্টি, ১০ জেলায় সতর্কতা

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

নদিয়া জেলার কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান?

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

‘নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন’, মাও পোস্টার বরাবাজারে

ষষ্ঠীর দিনে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দগ্ধ দেহ, বীরভূম জুড়ে ছড়িয়েছে উত্তেজনা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর