-273ºc,
Friday, 2nd June, 2023 8:25 pm
নিজস্ব প্রতিনিধি, মালদা: চাকরি সূত্রে ভিন রাজ্য়ে রয়েছে স্বামী, আর সেই সুযোগে অকথ্য অত্যাচার চালানো হতো গৃহবধূর উপর। অভিযোগ, মঙ্গলবার রাতে দড়ি দিয়ে হাত বেঁধে, মুখে গামছা বেঁধে গৃহবধূকে ব্যাপক মারধর করেন শ্বশুর-শাশুড়ি। ভোরবেলায় সুযোগ বুঝে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে পাড়া প্রতিবেশীদের অত্যাচারের কাহিনী এবং চিহ্ন দেখালেন ওই গৃহবধূ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা গণধোলাই দেয় অভিযুক্ত শ্বশুরকে। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ওই গৃহবধূকে। সেই সঙ্গে অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকেও আটক করা হয়েছে। ঘটনার জেরে ব্য়াপক উত্তেজনা রয়েছে মালদা জেলার গাজোল থানার রাঙাভিটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূর নাম সপ্তমী সরকার ভৌমিক। তিনি মালদার নালাগোলার এর বাসিন্দা। সাত বছর আগে গাজোল থানার রাঙাভিটা এলাকার বাসিন্দা সুশান্ত ভৌমিকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দেড় বছরের এক কন্যা এবং চার বছরের এক পুত্রসন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই ওই গৃহবধূর স্বামী সুশান্ত ভিন রাজ্যে কর্মরত। অভিযোগ একা পেয়ে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাত তার শশুর শাশুড়ি। গতকাল রাতে তাঁকে সারারাত মারধর করেন তাঁর শশুর শাশুড়ি। সকালে সুযোগ বুঝে গ্রামে পালিয়ে যায় ওই গৃহবধূ। এরপরই বুধবার সকলে জানতে পারেন অত্যাচারের কাহিনী। এরপর ক্ষিপ্ত এলাকাবাসীরা গণধোলাই দেয় অভিযুক্ত শশুরকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শ্বশুরের নাম কানাই ভৌমিক (৬২), অভিযুক্ত শাশুড়ি আভা ভৌমিক (৫৬)। তাঁদের আটক করে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।