-273ºc,
Friday, 2nd June, 2023 9:40 pm
নিজস্ব প্রতিনিধি: কোভিড আবহে রাজ্যে একের পর এক মেলা আর উৎসব বন্ধ করতে মামলার পর মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে। এবার জঙ্গলমহল উৎসব বন্ধ করার আর্জি নিয়ে একটি মামলা দায়ের হয়েছে সেখানে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী প্রতীক মৈত্র তাঁর আর্জিতে জানিয়েছেন, রাজ্যে এখন দৈনিক সংক্রমণ ২২ হাজারের ঘর ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় জঙ্গলমহল উৎসব হলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার একটা বড় অংশ জুড়ে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আদালত যেন অবিলম্বে এই মেলা আয়োজনের ওপর স্থগিতাদেশ দেন অন্তত এই বছরের জন্য। মামলাটি এদিনই জরুরি ভিত্তিতে শুনানির জন্যও আবেদন জানানো হয়েছে। কেননা আগামী ১৭ জানুয়ারি থেকে ঝাড়গ্রামে এই মেলা শুরু হওয়ার কথা। অর্থাৎ হাতে খুব কম সময়। যদিও মামলাটি এদিনই শুনানির জন্য উঠবে এমন নিশ্চয়তা মেলেনি।
জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির চর্চাকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা চালু করেন। প্রতিবছর জানুয়ারি মাসে এই মেলার আসর বসে ঝাড়গ্রামের বুকে। কার্যত প্রতিবছরই এই মেলার উদ্বোধন করতে ঝাড়গ্রামে যান মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নও এই উৎসবের লক্ষ্য। ৮ হাজারেরও বেশি লোকশিল্পী এই উৎসবে যোগ দেন। মেলা চত্বরে কারিগরি হাটও বসে। এবারেও ১৭ তারিখ থেকে ১৯ তারিখ অবধি এই মেলার আয়োজন করা হয়েছে ঝাড়গ্রামে। তবে সম্ভবত মুখ্যমন্ত্রী এবার এই মেলার উদ্বোধন ভার্চুয়াল ভাবে করতে পারেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় মেলা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে জঙ্গলমহলবাসীদের পাশাপাশি প্রশাসনের অন্দরেও। যদিও রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু জানিয়েছেন, ‘মামলার কথা শুনেছি। ঝাড়গ্রামের পরিবর্তে এবার জেলায় জেলায় জঙ্গলমহল উৎসবের আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে অনুষ্ঠান সূচিতেও কাটছাঁট করা হয়েছে। তবে আদালত কী সিদ্ধান্ত নেয় সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’