এই মুহূর্তে




৭৭তম বর্ষে খলিসানীর জগদ্ধাত্রী প্রতিমায় রয়েছে চমক

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোকসজ্জা আর চোখ থিম। এখানে মন্ডপে মন্ডপে যেমন থিম হয়, কেমন আলোকসজ্জাতেও থিমের বাহার। তবে বিগত কয়েক বছরে জগদ্ধাত্রী পুজোতে দেখা গিয়েছে শোলার ছোঁয়া। শোলা দিয়ে সাজসজ্জা করে দর্শকদের টানতে চায় সকলেই। এবার শোলার কাজে চোখ টানবে খলিসানী সর্বজনীন।

বিগত কয়েক বছরে এই শোলার সাজসজ্জা নানা চমক এসেছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিল্পীরা নিজেদের শৈল্পিক ছোঁয়া দিয়ে থাকেন প্রতিমায়। উল্লেখযোগ্য প্রতিমার মধ্যে রয়েছে খলিসানি সর্বজনীনের পুজো। প্রতিবছরের মতো এই কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই পুজোটি। ইতিমধ্যেই দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এবার শোলার গয়নায় সেজে উঠেছেন দেবী জগদ্ধাত্রী। ৭৭ তম বর্ষে দেবীর সাজে রয়েছে আমাদের পৃথিবীর ছোঁয়া। শিল্পী আকাশ পালের হাতে মৃন্ময়ী মূর্তি প্রাণ পেয়েছে। পঞ্চমী থেকে মন্ডপে মন্ডপে ঘুরতে শুরু করেছে।

রবিবার পঞ্চমী। এদিন থেকে প্রস্তুত পুলিশ প্রশাসন। নিরাপত্তা জোর দার করা হয়েছে। রবিবার দুপুর থেকে আঁটসাঁট করে দেওয়া হয়েছে নিরাপত্তা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দুর্গাপুজোর সময় যেভাবে শহর কলাকাতাতে নো এন্ট্রি করে দেওয়া হয়, ঠিক সেই ভাবে জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরে পঞ্চমী থেকে সব রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। কোনও গাডজ়ি ঢুকতে পারছে না। কালীপুজো কাটতেই জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করেন চন্দননগরবাসী। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সবটাই নজরকাড়া হয়। এবার সেই নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। চন্দননগর পুলিশের তরফ থেকে রুটম্যাপও প্রকাশিত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ