এই মুহূর্তে

ডিগ্রি কলেজে কেন তৃণমূল নেতার ছেলের আইবুড়ো ভাত, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় থাকলে সরকারি সব ভবনই কী শাসক দলের নিজস্ব সম্পদে পরিণত হয়? বাম জমানায় বাংলার বুকে বার বার এই প্রশ্ন উঠেছিল নানা ঘটনার পরিপ্রেক্ষিতে। তৃণমূল জমানাতেও সেই ঘটনায় দাঁড়ি পড়ছে না। হুগলি(Hooghly) জেলার তারকেশ্বর(Tarakeshwar) ডিগ্রি কলেজে(Degree College) এক তৃণমূল নেতার(TMC Leader) ছেলের আইবুড়ো ভাত অনুষ্ঠানকে ঘিরে নতুন করে এই প্রশ্ন উঠে এসেছে। কেননা সেই ঘটনার ভিডিও আখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, রীতিমতো প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে ডাল, ভাত, মাছ সহ পাঁচ রকম তরকারি, পাঁচরকম ভাজা, পায়েস, মিষ্টি দিয়ে সাজিয়ে ওই যুবককে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আর তার জেরেই প্রশ্ন উঠেছে নানান মহলে কীভাবে একটি সরকারি কলেজের ভবনে এই আইবুড়ো ভাত অনুষ্ঠানের আয়োজন করা হল? কলেজের অধ্যক্ষ এই ঘটনা কীভাবে মেনে নিলেন? ঘটনার জেরে কলেজের অধ্যক্ষকেই বরখাস্ত করার দাবি তুলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এলেকারই বাম ও বিজেপির নেতারা। তাতে আবার সায় দিয়েছে কংগ্রেসও।

আরও পড়ুন ‘দিদির সুরক্ষা কবচ’-এ গিয়ে জুটছে চড় থাপ্পড়

সোশ্যাল মিডিয়াতে যে যুবকের আইবুড়ো ভাতের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে তার নাম অর্ণব সামন্ত(Arnab Samanta)। সে তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান(Former Chairman) স্বপন সামন্তের(Swapan Samanta) ছেলে। বছর দু’য়েক আগে তারকেশ্বর কলেজেরই অস্থায়ী ল্যাব টেকনিশিয়ান পদে যোগ দিয়েছে সে। আগামী ২৭ জানুয়ারি তার বিয়ে। তাই গত বুধবার কলেজের মধ্যেই তার আইবুড়ো ভাত হয়। শুক্রবার সেই ভিডিও ভাইরাল হতে শুরু করায় রাজ্যের শিক্ষামহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও নিন্দার ঝড় ওঠে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেন এমন অনুষ্ঠানের আয়োজন করা হল তা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে। এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য গণেশ চক্রবর্তী জানিয়েছেন, ‘তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই কলেজের গভর্নিং বডির সদস্য। বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির তালিকায় নাম এসেছিল ওর ছেলের। এরপর কলেজের চাকরিতে যোগ দেয়। সাধারণ প্রার্থীরা যখন চাকরি পাচ্ছেন না, তখন ওর ছেলের নাম ওঠে পরপর দু’টি চাকরিতে। অবিলম্বে এর তদন্ত হওয়া প্রয়োজন। তাছাড়া‌ কলেজের মধ্যে এই ধরনের অনুষ্ঠান করা কখনই উচিত নয়। কলেজের প্রিন্সিপাল ঘৃণ্য কাজ করেছেন। শিক্ষাদফতর উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামবো।’

আরও পড়ুন চড় কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কর্মী নন, সাফাই রথীনের

এই ঘটনার জেরে যে দলের মুখ পুড়ছে সেটা বুঝেই ঘটনার নিন্দা করেছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। মাঙ্গলিক কাজ পরিবারের মধ্যে অথবা মন্দিরে অনুষ্ঠিত হয়। কলেজের মধ্যে এমন অনুষ্ঠান কখনই বাঞ্ছনীয় নয়। কলেজের মধ্যে এই অনুষ্ঠান করা উচিত হয়নি।’ ঘটনার জেরে তারকেশ্বর পুরসভার বর্তমান চেয়ারম্যান উত্তম কুণ্ডুও এদিন জানিয়েছেন, কলেজে এমন ঘটনা ঘটলে তা সত্যিই নিন্দনীয়। ঘটনার জেরে মুখ খুলেছেন কলেজের অধ্যক্ষ অমলকান্তি হাটি। এদিন তিনি জানিয়েছেন, ‘অর্ণবের বন্ধু, হিতাকাঙ্ক্ষীরা কলেজ ক্যান্টিনে অনুষ্ঠান করেছেন। কলেজের অর্থ ব্যয়ে কোনও অনুষ্ঠান হয়নি। ক্যান্টিনে কেউ নিজেদের মধ্যে অনুষ্ঠান করতেই পারেন।’ কিন্তু বিরোধীদের দাবি, ক্যান্টিনে ওই অনুষ্ঠান হয়নি। হয়েছে কলেজেরই একটি ক্লাসে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর