এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আবারও মাও পোস্টার পুরুলিয়ার মাটিতে! বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সকালে আবারও মাওবাদী(Maoist) হুমকি দেওয়া পোস্টার মিলল পুরুলিয়ার(Purulia) মাটিতে। গত মাসের ২৬ তারিখে যে আরশা থেকে মাওবাদী পোস্টার মিলেছিল, এদিনও সেই আরশা থেকেই আবারও মিলেছে পোস্টার। গত মাসের ২৭ তারিখেও পুরুলিয়া জেলার বাঘমুণ্ডী(Baghmundi) থেকেও মিলেছিল মাওবাদী পোস্টার(Postar)। সেই হিসাবে এই নিয়ে পর পর ৩ বার মাওবাদী পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার মাটি থেকে। এদিন আরশা(Aarsha) ব্লকের সিঁদুরপুর, মুদালি ও চাটুহাসা এলাকায় বেশ ওই সব মাওবাদী হুমকি সম্বলিত পোস্টার উদ্ধার হয়েছে। বাঘমুণ্ডীতে সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা যে পোস্টার পড়েছিল, তাতে ১১ দফা দাবি জানানো হয়েছিল। এদিন যে পোস্টার উদ্ধার হয়েছে তাতে ১৩ দফা দাবি জানানো হয়েছে। পোস্টারে থাকা ওই সব দাবি না মানলে আবারও জঙ্গলমহলে(Junglemahal) আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এদিনের পোস্টারগুলিতে।

বাঘমুণ্ডিতে গত ২৭ তারিখ পেট্রোপণ্যের মূল্যহ্রাস, ১০০ দিনের কাজের প্রকল্পকে ৩৬৫ দিন করা, ভাতা বন্ধ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার মতো মোট ১১ দফা দাবিতে পোস্টার পড়েছিল। এদিন আরশার বুকে সিঁদুপরপুর, মুদালি, চাটুহাসা এলাকায় যে সব পোস্টার পাওয়া গিয়েছে তাতে যোগ হয়েছে নয়া দুটি নতুন দাবি। য়ার সেই দুই দাবি হল, খাসজমিতে ২০ থেকে ৩০ পর্যন্ত বয়সি যে সব কৃষক চাষবাস করছেন, তাঁদের রেকর্ড তৈরি করতে হবে এবং পঞ্চায়েত ও ব্লক স্তরে দুর্নীতি করা চলবে না। এই দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের পথে যাবে মাওবাদীরা, এদিনের পোস্টারে তেমনই হুমকি দেওয়া হয়েছে। বার বার পুরুলিয়ার বুকে এই মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে জেলাজুড়েই। যদিও পুলিশের দাবি, এই সব পোস্টার আদৌ মাওবাদীরা দিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কেউ বা কারা মাওবাদীদের নাম করে ওই সব পোস্টার দিচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগতরা এই সব পোস্টার লাগিয়ে যাচ্ছে। কিন্তু তাঁদের নিয়মিত আনাগোনা রয়েছে ওই সব এলাকায়। তাই রাস্তাঘাট তাঁরা ভালই চেনেন। 

তবে পুরুলিয়ার বুকে ঘন ঘন এই পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় এখন কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটকদের পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত মানুষদের। কেননা বসন্তের এই আবহাওয়ায় প্রতি বছরই পর্যটকদের ভিড় উপচে পড়ে। যা চলে দোল পর্যন্ত। এবারে এমনিতেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই অনেকেই বেশ কয়েক মাস আগে থেকেই পুরুলিয়ার বিভিন্ন জায়গায় হোটেল, রিসর্ট সব বুক করে রেখেছেন দোলের ছুটি কাটানোর জন্য। কিন্তু এখন বার বার অযোধ্যা পাহাড় লাগোয়া আরশা, বাঘমুণ্ডী এলাকায় মাওবাদী পোস্টার উদ্ধার হওয়ার ঘটনায় তাঁরাই উদ্বেগের মধ্যে রয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর