24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:19 pm
নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ইসকন মন্দির দর্শন করে খুশি উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব। রবিবার বিকেলে নদিয়ার মায়াপুর(Mayapur) ইসকন মন্দিরে যান সমাজবাদি পার্টির নেতা অখিলেশ সিং যাদব(Akhilesh Singh Yadav)। সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। আজ মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ। সেখানে এসে প্রথমে তিনি বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন ।
আজ এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন, আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করব, তাই এখানে দর্শন করতে আসলাম। খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে। এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে ।
ভগবানকে প্রতিদিন কি ধরনের পোশাক পরানো হবে কি জন্য কি ধরনের ফুল দিয়ে সাজানো হবে কি ধরনের ভোগ দেওয়া হবে তা যেভাবে প্রস্তুত করা হয়, তার তিনি ভুয়োসি প্রশংসা করেন। যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের(Iskon) পক্ষ থেকে করা হলেও বৃষ্টির(Rain) কারনে সেই গো- পুজা সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে কাটিয়ে তিনি ফিরে যান।