এই মুহূর্তে




আগাম সতর্কতার জন্য বড় দুর্যোগ এড়ানো গিয়েছে, উত্তরকন্যায় জানালেন মুখ্য়মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মিরিক : নাগরাকাটায় নজিরবিহীন দুর্যোগ ঘটেছে। এটি লোল্যান্ড না হওয়া সত্বেও দ্রুত ফ্লাশ ফ্লাড হয়েছে। উত্তরকন্যা থেকে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নাগরাকাটায় ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগের রাতেই সতর্কতা জারি করা হয়েছিল। সেই কারণে আরও বড় দুর্যোগ এড়ানো গিয়েছে। নিজের বাড়ি অনেকে ছাড়তে চায় না।

তিনি আরও বলছেন, কয়েক সেকেন্ডে তছনছ হয়ে গিয়েছে নাগরাকাটা। প্রশাসনের পক্ষ থেকে ৪ তারিখ সন্ধ্যে থেকে সর্তকতা দেওয়া হয়েছিল। ভোর পাঁচটায় মুখ্য সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করা হয়েছে। একটি বিপর্যয় ঘটলে পরিস্থিতি সামাল দিতে কিছুটা সময় লাগে। ওইদিন সরকারের পক্ষ থেকে এলেই উদ্ধার কাজ ব্যাহত হতো। কেন কার্নিভাল হচ্ছে? এই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। দেশ-বিদেশের অনেক অতিথিরা এদিন হাজির ছিলেন। ৪০টা গাড়ি নিয়ে এলে পাহাড়ের সামঞ্জস্য নষ্ট হয়। নাগরাকাটায় নজিরবিহীন দুর্যোগ ঘটেছে। রাস্তাঘাট বাড়ির সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে। দুর্যোগের রাতেই সতর্ক করেছিল প্রশাসন। মানুষ ঘরে না ফেরা পর্যন্ত ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তাঁর অভিযোগ, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গ ভাসছে। অন্যদিকে, সিকিম ও ভূটানের ছাড়া জলে উত্তরবঙ্গ ভাসছে। নাগরাকাটা সেতু তৈরীর কাজ করছে পূর্ত দফতর। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা না হলে আরও প্রাণহানির ঘটনা ঘটত। তাঁর অভিযোগ, বন্যায় কোনো সাহায্য পায় না বাংলা। গরমকালে তিস্তার এক রূপ দেখতে পাওয়া যায়, বর্ষাকালে আর এক রূপ পাওয়া যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ