এই মুহূর্তে




সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসেই ভিজিট নিয়ে রোগী দেখেন? প্রশ্ন উঠতেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসেই ভিজিট নিয়ে রোগীর চিকিৎসা করছেন খোদ সরকারি হাসপাতালের চিকিৎসক! হ্যাঁ, সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে কেশপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে কেশপুরের মোহবনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠতেই রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছেন চিকিৎসক।

অভিযুক্ত চিকিৎসকের নাম বিশুভন চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে তিনি সরকারি কোয়ার্টারে বসে ভিজিট নিয়ে রোগী দেখেন। রোগী প্রতি প্রায় ২০০ টাকা করে ভিজিট নেন। আর তা হাসপাতালে ডিউটি চলাকালীনই। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি রোগী দেখেন। অথচ হাসপাতালে কোনও মুমূর্ষু রোগী থাকলেও দেখতে যান না। সরাসরি তিনি রেফার করে দিতেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আর প্রতিদিন এই চিকিৎসককে দেখানোর জন্যে তাঁর সরকারি কোয়ার্টারের সামনে লাইন লেগে যায় রোগীদের।

কিন্তু আইন অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসক কী সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? যদিও এই প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অভিযুক্ত চিকিৎসক, তিনি অভিযোগ অস্বীকার করে জানান, প্রাইভেটে প্র্যাক্টিস তো সবাই করেন। যদিও অভিযোগ শুনে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এভাবে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। তবে এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং শাসকদলকে নিশানা করেছেন বিজেপি মহল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর মুখে খড়্গপুর IIT-তে ফের ছাত্রমৃত্যু, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

সিপিএম নেতার মুখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ভূয়সী প্রশংসা

মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ তিন পুজোর উদ্বোধন, শহরে সূচনা প্রতিমা দর্শনের

রাজ্য ভোটার তালিকায় শতায়ু কতজন, জানতে চায় নির্বাচন কমিশন

কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে চাইল ইডি

রাত পোহালেই মহালয়া, অনাদরে থাকা রেডিও সারাতে তৎপর বাঙালি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ