24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:45 am
নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের (TMC) পার্টি অফিস (Party Office) ভাঙার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। হুগলি (Hooghly) জেলার ব্যাণ্ডেলে (Bandel) এই ঘটনা ঘটেছে। দলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে পার্টি অফিস ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জেলা রাজনীতিতে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ব্যান্ডেলে বালিকাটা এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি। দলের প্রতিষ্ঠা দিবসের আগের রাতে পার্টি অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, পার্টি অফিসের জানালার কাঁচ, ইলেকট্রিক সরঞ্জাম ভেঙে দেওয়া হয়, ভাঙা হয় চেয়ার। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumder)। সেখানে গিয়ে ভাঙা দলীয় অফিস ঘুরে দেখে তিনি বলেন, ‘যাদের পায়ের তলার মাটি নেই সেই সিপিএম কে মানুষ বাংলা থেকে বঙ্গপোসাগরে ফেলে দিয়েছে। একটা উচ্চিংড়ের দল, সাম্প্রদায়িক দল এইসব কাজ করে বেড়াচ্ছে। আমি আমাদের দলের কর্মীদের নির্দেশ দিয়েছি বিরোধীদের কার্যকলাপে কোনওরকম হস্তক্ষেপ করা যাবে না। আমরা তাঁদের কাজ করার সুযোগ দিচ্ছি। ওদের লোকজন নেই, তাই অশান্তি করার চেষ্টা করছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
অন্যদিকে ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সূরজ সামি নামে একজনকে আটকে করেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দলের প্রতিষ্ঠা দিবসের আগের রাতে পার্টি অফিস ভাঙচুরের ঘটনায়ভ এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।