এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আটক অনুব্রত, তোলা হবে আসানসোল সিবিআই আদালতে

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা সত্যি করে সিবিআই(CBI) আধিকারিকদের হাতে আটক হয়ে গেলেন বীরভূম(Birbhum) জেলার দাপুটে তৃণমূল(TMC) নেতা তথা দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। সূত্রের দাবি, তাঁকে বোলপুর(Bolpur) হাসপাতালে মেডিকেল চেক আপ করিয়ে সরাসরি আসানসোলে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকেরা। সেখানেই এদিন তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হতে পারে। কেননা প্রথমে সিবিআই আধিকারিকেরা কলকাতায় নিয়ে আসার কথা ভেবেছিলেন। কিন্তু বীরভূম জেলা তৃণমূল সভাপতির শারীরিক অসুস্থতার জন্য তাঁকে আপাতত আসানসোলে নিয়ে যেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরা। তবে তাঁর আগে বোলপুরের হাসপাতালে তাঁর মেডিকেল চেকআপ করিয়ে নিতে চাইছেন সিবিআই আধিকারিকেরা।

সিবিআই যে এদিন অনুব্রতকে গ্রেফতার করতে পারে সেটার আঁচ আগেই মিলেছিল। এদিন সকালেই সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বোলপুরে নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে দেয় সিবিআই। তারপরেই সেখানে হানা দেন ১৫-১৬জন সিবিআই আধিকারিক। প্রায় ১ ঘন্টা বাদে অনুব্রতকে তাঁর বাড়ি থেকে বার করিয়ে নিজেদের গাড়িতে নিয়ে চলে যান সিবিআই আধিকারিকেরা। কিন্তু কোথায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সম্পর্কে মিডিয়ার কাছে মুখ খোলেননি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। সূত্রের দাবি তাঁকে বোলপুর বা দুর্গাপুরের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেকআপের জন্য। তারপরেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে এদিনই তোলা হবে বলেই মনে করা হচ্ছে। তবে সিবিআই আধিকারিকেরা এটা জানিয়েছেন যে, তদন্তে অসহযোগিতার জন্যই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করা হয়েছে। গরুপাচার কাণ্ডের জেরেই তদন্তে অসহযোগিতার জন্য এই আটক। ৪১এ ধারায় তাঁকে আটক করা হয়েছে। শেষ মুহুর্তের সূত্রে জানা গিয়েছে, বোলপুরে সিবিআই যে ক্যাম্প অফিস খুলেছে সেখানেই আপাতত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। 

সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে মূলত গরুপাচার কাণ্ডের সাক্ষী হিসাবে হাতে রাখতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। কেননা এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিষয়সম্পত্তিতে কোনও গলদ খুঁজে পাননি কেন্দ্রীয় গোয়েন্দার আধিকারিকেরা। কিন্তু তাঁরা এটা হাতেনাতে প্রমাণ পেয়েছেন যে অনুব্রত মণ্ডল গরুপাচার সম্পর্কে সবই জানতেন। তাই তাঁকে জেরা করেই গোটা ঘটনার জাল গোতাতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরা। কিন্তু সেই জেরার ক্ষেত্রেই সহযোগিতা করছেন না অনুব্রত। আর সেই কারণেই এদিন তাঁকে আটক করে বোলপুরে নিজেদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাচ্ছে সিবিআই। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা। সেখানেও যদি অসহযোগিতা চলে তাহলে হয়তো গ্রেফতারি ভিন্ন দ্বিতীয় কোনও রাস্তা খোলা থাকবে না সিবিআই আধিকারিকদের কাছে। আর সেই কারণেই সিবিআই থেকে অনুব্রতকে গ্রেফতার করা হয়েছে এমন কথা অফিসিয়ালি জানানো হচ্ছে না। এমনকি তাঁকে দিয়ে অ্যারেস্ট মেমোতে কোনও সইও করানো হয়নি। সেক্ষেত্রে এদিনই তাঁকে আসানসোলে সিবিআই আদালতে পেশ নাও করা হতে পারে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর