এই মুহূর্তে

২০৩৬ নয়, ২০২৪-এ মমতাকে প্রধানমন্ত্রী চেয়ে টুইট অপরূপার

নিজস্ব প্রতিনিধি: কুণালের(Kunal Ghosh) পোস্টে দল অস্বস্তিতে পড়েছিল। সেই অস্বস্তি কাটাতে ড্যামেজ কন্ট্রোলের লক্ষ্য নিয়েই পাল্টা টুইট করলেন অপরূপা(Aparupa Poddar)। সাফ জানিয়ে দিলেন, ২০৩৬ নয়, বাংলার অগ্নিকন্যাকে তিনি ২০২৪-এ দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। সোমবার ছিল ২ মে। ঠিক এক বছর আগে এই দিনেই সামনে এসেছিল একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাবতীয় অপপ্রয়াস, অপচেষ্টকে হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ফেরেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত তারপর থেকেই দেশজুড়ে মোদির বিকল্প হিসাবে উঠে আসতে শুরু করেছেন মমতা। অথচ তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা দখলের বর্ষপূর্তির দিনেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিস্ফোরক টুইটে জানিয়েছিলেন, ২০৩৬ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার অর্থ ২০২৪-এ মমতার প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা নেই, সেটা মেনে নেওয়া। তার জেরেই অস্বস্তিতে পড়ে তৃণমূল। এদিন অবশ্য আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার পাল্টা টুইট করে দলের মনের কথা সবাইকে বুঝিয়ে দিলেন।

গতকাল কুণাল এক লম্বা পোস্ট করেছিলেন ফেসবুকে। সেখানেই তিনি লিখেছিলেন, ‘তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক(Abhishek Banerjee)।’ এই পোস্টের জেরেই ছড়িয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল, তৃণমূলের নেতারা কী মেনে নিচ্ছেন যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি ও বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়? তাঁরা কী মেনে নিচ্ছেন ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন না? একই সঙ্গে প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও। কেননা অভিষেক নিজেই বার বার জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। অথচ কুণাল তাঁকেই মমতার পরে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরেছেন। তাহলে কী অভিষেক তাঁর মত বদল করে এবার বাংলার ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছেন? এই সব প্রশ্নের জেরেই তীব্র অস্বস্তি ছড়ায় তৃণমূলে।

মঙ্গলবার সকালে আরাম্বাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার টুইট করলেন অনেকটাই কুণালের দাবির সঙ্গে সঙ্গত রেখেই। তবে সময়টা এগিয়ে আনলেন অনেকতাই। অপরূপা তাঁর টুইটে লিখেছেন, ‘আমি চাই, আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরধন জগদীশ ধনখড়ের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ অর্থাৎ কুণাল আর অপরূপার দাবি একই। মমতার পরে বাংলার মুখ্যমন্ত্রী  হচ্ছেন অভিষেকই। খালি কুণালের দাবি তা ২০৩৬ সালে হবে, অপরূপার দাবি ২০২৪ এই হবে। ঘটনাচক্রে কুণাল এবং অপরূপা দু’জনই তৃণমূলের অন্দরে অভিষেকপন্থী হিসেবে পরিচিত।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

নির্বাচন কমিশনকে ‘মেসো’ বলে কটাক্ষ দিলীপের

দইয়ের পর এবার হুগলীর ঘুগনিতে মুগ্ধ রচনা, খেলেন আবার খাওয়ালেনও

‘ভগবানের’ প্রার্থীপদ খারিজের দাবি তৃণমূলের, নেপথ্যে মৃত্যু কামনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর