-273ºc,
Friday, 9th June, 2023 3:44 am
নিজস্ব প্রতিনিধি: বোমা আগেই ফাটিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি একসময়ে বিজেপি শিবিরে ছিলেন। ফলে তাঁর ‘সাফ কথা’তে তীব্র অস্বস্তিতে পড়েছিল বিজেপি। বাবুল বলেছিলেন, বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের মধ্যস্থতায় রাজু ঝাঁ (RAJU JHA) বিজেপিতে যোগ দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গী ও দিলীপ ঘোষের হাত ধরে। এবার মুখ খুললেন অর্জুন সিং (ARJUN SINGH)। তিনিও একসময়ে পদ্মশিবিরে ছিলেন। ফলে অর্জুনের দাবির পরে আবারও বেকায়দায় পড়ল বিজেপি।
রবিবার অর্জুন বলেন, দিলীপ ঘোষ (DILIP GHOSH) ও তাঁর উপস্থিতিতেই বঙ্গ বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজু। এরপরে বলেন, রাজুর সঙ্গে তাঁর ও পুলিশের সম্পর্ক ভালো ছিল। বলেন, রাজু ছিলেন তাঁর ভাইয়ের মতো। যদিও অর্জুন স্পষ্ট করে বলেছেন, রাজুর সঙ্গে তাঁর কোনও রকম ব্যবসায়িক সম্পর্ক ছিল না।
উল্লেখ্য, দিলীপ ঘোষ দাবি করেছিলেন রাজু তাঁর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেননি। তবে বাবুলের পরে অর্জুনের বক্তব্যে ফের উঠে এল এই প্রসঙ্গ। বাবুলের দাবি, রাজুকে দলে নেওয়া নিয়ে বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। অন্যদিকে, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফকে দেখা গিয়েছে ঘটনাস্থলে। ভাইরাল সেই ভিডিও।