এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাজ্যের সেরা আসানসোল জেলা হাসপাতাল, পুরষ্কার দিচ্ছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি: আবারও কেন্দ্রের পুরষ্কার এল বাংলার(Bengal) ঝুলিতে। National Quality Assessment Standard Certificate বা NQAS Certificate পেয়ে গেল বাংলারই এক হাসপাতাল। নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের তরফে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালকে(Asansol District Hospital) এই Certificate দেওয়া হয়েছে। আর সেই কারণেই Certificate’র পাশাপাশি আর্থিক পুরষ্কারও পেতে চলেছে এই হাসপাতাল। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বাড়তি আর্থিক সাহায্য দেবে মোদি সরকার। প্রতি বছর বেড পিছু বরাদ্দ হয়েছে ১০ হাজার টাকা। আগামী ৩ বছর ধরে এই টাকা পাওয়া যাবে। অর্থাৎ, সামনের তিন বছর ৭৫ লক্ষ টাকা করে পাবে হাসপাতালটি। আসানসোল লোকসভা কেন্দ্রটি ২০১৪ ও ২০১৯ সালের বিজেপির দখলে গেলেও গতবছর অর্থাৎ ২০২২ সালের উপনির্বাচনে সেই আসন হাতছাড়া হয় বিজেপির(BJP)। চলে যায় তৃণমূলের(TMC) দখলে। কিন্তু দেখা গেল সেই আসানসোলেরই জেলা হাসপাতালকে পুরষ্কার দিতে কার্পণ্য করল না মোদি সরকার।

আরও পড়ুন ফিরছে KMC’র Parking Fee বিতর্ক, ফাইল যাচ্ছে নবান্নে

আসানসোলের জেলা হাসপাতালটি প্রথমে Sub Divisional Hospital বা মহকুমা হাসপাতাল ছিল। বর্ধমান জেলা ভাগের পর এই হাসপাতালকেই জেলা হাসপাতালের মর্যাদা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই গড়ে ওঠে জেলার একমাত্র সুপারস্পেশালিটি হাসপাতালও। এরপর শুধুই উন্নয়ন। ক্যান্সারের চিকিৎসা থেকে শুরু করে নিউরো টেলিমিডিশিন সহ নানা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন রোগীর সংখ্যাও বাড়ছে। প্রশাসনিক দক্ষতার সঙ্গে হাসপাতাল পরিচালিত হচ্ছে বলেও স্বীকার করা হয়েছে রিপোর্টে। কয়েক বছর আগেই সুশ্রী প্রকল্পে দ্বিতীয় হয়ে রা‌জ্য সরকারের স্বীকৃতি পেয়েছিল আসানসোল জেলা হাসপাতাল। এবার এসে গেল কেন্দ্রের পুরষ্কারও। সম্প্রতি এই হাসপাতাল পরিদর্শনে আসে মোদি সরকারের স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ টিম। উচ্চ পর্যায়ের টিমে ছিলেন ৪জন সদস্য। তাঁরা হাসপাতালের বিভিন্ন দিক খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্য পরিষেবার গুণমান বিচার করে ৯২ শতাংশ নম্বর দেন তাঁরা।

আরও পড়ুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ১৫৫০ কোটি টাকার Guarantor হচ্ছে রাজ্য

এরপরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব বিশাল চৌহান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে অভিনন্দন জানিয়ে জানিয়েছেন দেশের সব সরকারি হাসপাতালকে পিছনে ফেলে দিয়ে NQAS Certificate পেতে চলেছে ৭৫০ শয্যার এই সরকারি হাসপাতাল। কেন্দ্রীয় টিমের রিপোর্ট বলছে, স্বাস্থ্য পরিষেবার সব ক্ষেত্রেই ভালো কাজ করেছে আসানসোল জেলা হাসপাতাল। গুণমানের বিচারে হাসপাতালের প্রতিটি বিভাগই যেন একে অপরকে ছাপিয়ে গিয়েছে। কোনও কোনও বিষয়ে ১০০ শতাংশ নম্বর দিতেও বাধ্য হয়েছেন কেন্দ্রীয় টিম। এই প্রাপ্তি যোগের পরে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, ‘আমাদের পুরো টিমের চূড়ান্ত পরিশ্রমের ফল এটি। সবাই মিলে হাসপাতালের পরিষেবা উন্নত করার নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছে। তাতেই মিলেছে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি। এই পুরস্কার আমাদের আরও ভালো কাজের উৎসাহ জোগাবে।’ অন্যদিকে এই হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পরিচালনায় বাংলায় সরকারি স্বাস্থ্য পরিষেবা কোন পর্যায়ে পৌঁছেছে, এটা তার বড় উদাহরণ। আমাদের হাসপাতালের পরিষেবার গুণমান দেখে নম্বর কাটার জায়গা পায়নি কেন্দ্র।’

আরও পড়ুন ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ রাজ্যকে, নজরে বরাদ্দ

জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস জানিয়েছেন, ‘জেলা তো অবশ্যই রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছেও এ‌ই সাফল্য অত্যন্ত গর্বের। গত ২৩ থেকে ২৫ মার্চ হাসপাতাল পরিদর্শন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের কাজ করেছিলে কেন্দ্রের টিম। হাসপাতালের সামগ্রিক পরিষেবাকে দু’টি পর্যায়ে ভাগ করে খতিয়ে দেখে কেন্দ্রীয় টিম। OPD থেকে IPD, পেডিয়াট্রিক বিভাগ থেকে ICU সহ ব্ল্যাড ব্যাঙ্ক মিলিয়ে মোট ১২টি বিভাগকে National Quality Assessment Standard’র মধ্যে দিয়ে পর্যবেক্ষণ করা হয়। তালিকায় ছিল লেবার রুম ও মেটারনিটি ওটিও। সব দেখেশুনে তাঁরা ফিরে গিয়েছিলেন। এবার এল পুরষ্কার।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৭০০০ পাতার চার্জশিট জমা ইডির

হাতির হানায় মৃতদের স্বজনেরা চাকরি পেয়ে মুগ্ধ মমতায়

‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

‘মোদি জিতলে দেশে আর গণতন্ত্র থাকবে না’, আশঙ্কা প্রকাশ মমতার

দই বা ঘুগনি নয়, সিঙ্গুরে প্রচারে গিয়ে নতুন ধরনের জলখাবার খেলেন রচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর