-273ºc,
Friday, 2nd June, 2023 8:45 pm
নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কনভয়ে হামলা হলো শালবনিতে। ইটবৃষ্টিতে ভাঙল মন্ত্রী বিরবাহা হাঁসদার (BIRBAHA HANSDA) গাড়ির কাচ-ও। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, কুড়মি (KURMI) আন্দোলনকারীদের মধ্যে থেকে কেউ কেউ লাঠি এবং বাঁশ দিয়ে তৃণমূলকর্মীদের মারধর করে। ওঠে ‘চোর’ স্লোগান। তবে এই আক্রমণের পেছনে রয়েছে রাম-বামের একাংশ। এমনটাই অভিযোগ।
লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে ৫ নম্বর জাতীয় সড়কের দু’ধারে নিজেদের দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুড়মিরা। অভিষেকের কনভয় আসতেই চলে হামলা। আক্রান্ত মন্ত্রী বিরবাহার গাড়ি সহ বেশ কিছু গাড়ি। আক্রান্ত সবুজ শিবিরের কর্মীরাও। মন্ত্রীর অভিযোগ, এই আন্দোলন জাতিগত নয়। এতে রাম এবং বাম শিবিরের কেউ কেউ আছেন। তাঁরাই এই কাজ করেছেন।
এর আগে কুড়মি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। আজ দু’দফায় তাঁর কনভয় থামে কুড়মি আন্দোলনকারীদের সামনে। দু’টি এলাকা বনকাটা এবং জামদা। আজকেও অভিষেক শোনেন কুড়মিদের কথা। আন্দোলনকারীদের দাবি ছিল, অবিলম্বে সিআরআই রিপোর্ট রাজ্য যেন কেন্দ্রকে পাঠায়। তারপরেই হামলা। প্রশ্ন কেন? বা সত্যিই কারা আক্রমণ চালাল? কুড়মিরা? না কি আন্দোলনের ভেতর কেউ সামিল হয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে?