এই মুহূর্তে




মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের, গ্রেফতার ডানকুনিতে

নিজস্ব প্রতিনিধি,ডানকুনি: মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।জানা গেছে, ২০১৫ সালে মারা যান মহসিন খান(Mohosin Khan), সেই নামেই গণনা ফর্ম ফিলাপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম(Nadim)।মৃত মহসিন খানের দাদা মাইদুল খান(Maidul Khan) জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর পরই এলাকায় শোরগোল পরে যায়।অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি ,১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন।

চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এস আই আর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিলাপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন।ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে আসে ডানকুনি থানার(Dankuni P.S.) পুলিশ।

পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়।কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড(Voter Card) ব্যবহার করে SIR তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।বৃহস্পতিবার ধৃত নাদিমকে আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ।নাদিমকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বালিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, SSKM হাসপাতালে স্থিতিশীল

বাঁকড়াতে মায়ের মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়, প্রতিবন্দী ছেলে অসহায় হয়ে বসে আছে নিচে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম

মালদা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে,সরানো হল জেলার এসপি’কে

২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন, পুজোয় টানা ১২ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা

১০ জেলার পুলিশ সুপার সহ ১৭৫ জন ইন্সপেক্টরকে আচমকা বদলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ