এই মুহূর্তে

বারাসতে নেতার টেবিলে সারি সারি টাকার পাহাড়, ভাইরাল ভিডিও ঘিরে তরজা শুরু

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গিয়াসউদ্দিন মন্ডল  টাকার পাহাড়ের সামনে বসে আছেন। এই ভিডিও ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। কয়েক বছর আগেই নারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে আসে। এরপর পার্থ চট্টোপাধ্যায়েয় টাকার পরিমান দেখে ছাঁপোশা বাঙালি বিস্মিত হয়। সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলরাও পিছিয়ে থাকেন নি। এরপর আবার বারাসত এক নং ব্লক সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল ওরফে বাবলু মাস্টারের টাকা লেনদেনের ছবি প্রকাশ্যে আসতেই রে রে করে উঠেছেন বিরোধীদলগুলি।

যদিও গিয়াসউদ্দিন মোল্লা দাবি করেছেন ২০২২ সালের একটি ব্যবসায়িক টাকা লেনদেনের ছবি ।লাল জামা পরিহিত ব্যবসায়ী রাকিবুল ইসলামকে দেখা যাচ্ছে ছবিতে।তার দাবি, জমি জায়গা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের জন্যই অংশীদার হিসাবে গিয়াসুউদ্দিনকে নেওয়া হয়। সেখানেই এই টাকা লেনদেনের ছবি তোলা হয় । সেই ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। সামনের বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে রাজ্যের শাসক দলের ভাবমূর্তি খারাপ করতে বিরোধীরা এই ভিডিও ভাইরাল করে চক্রান্ত চালাচ্ছে।

এরসঙ্গে দলের কোন সম্পর্ক নেই। এই টাকা একান্তই ব্যবসার ব্যক্তিগত লেনদেনে ব্যবহৃত।তৃণমূল নেতা গিয়াস উদ্দিন মন্ডল রবিবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সাংবাদিক বৈঠক করবেন। তার আগে এই নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না ।যদিও বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সহ সভাপতি পদে দায়িত্ব নেওয়ার আগে জমি কেনাবেচার ব্যবসা করতেন। তার অংশীদারি ব্যবসা ছিল। যে ছবি ভাইরাল হয়েছে তা ২০২২ সালের। ছবিটি পুরনো বলে দাবি করেছেন গিয়াস উদ্দিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪ বছরের শিশুকে বাড়ি থেকে নিয়ে গিয়ে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে গেল মা

৪৫ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার উদ্বোধনে সিদ্দিকুল্লা চৌধুরী

রাজ্যের ২ জেলায় হানা দিয়ে বিপুল পরিমাণে নকল গুড নাইট LV রিফিল আটক,গ্রেফতার একাধিক

সোনার তালের সন্ধানে এক ব্যক্তিকে অপহরণ করে পুলিশের হাতে পাকড়াও ৮ দুষ্কৃতী

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

কাজল-কেষ্টর উদ্যোগে মুখ‍্যমন্ত্রীর জন্মদিন পালন, কাটা হল ৭১টি কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ