এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্রের কাজ প্রচারে গড়তে হবে পৃথক কমিটি, মাথায় হাত বঙ্গ বিজেপির

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সকাল থেকে রাত অবধি পিসি-ভাইপোকে আক্রমণ, শাসক দলকে আক্রমণ, রাজ্য সরকারকে আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ চালিয়ে গেলেও একজনও কেউ কেন্দ্রের কোনও কাজ নিয়ে একটিও শব্দ খরচ করেন না। কার্যত কেন্দ্রের কোনও প্রকল্পের প্রচারই করে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। যার দরুণ মোদি সরকারের(Modi Government) অনেক ভাল কাজের বা সিদ্ধান্তের খবরও বাংলার জনতার কাছে গিয়ে পৌঁছায় না। বাংলার জন্যও মোদি সরকার যে সব উন্নয়নমূলক পদক্ষেপ করেন তা নিয়েও বঙ্গ বিজেপির নেতারা ছিঁটেফোঁটা কোনও উৎসাহ দেখান না। কোনও প্রচারও তাঁরা করেন না। কার্যত একটি শব্দও খরচ করেন না। কিন্তু বাংলায় যাতে কোনও কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানো না হয় তা দেখতে সর্বদাই তৎপর তাঁরা। হুমকি-ধমকি দিতে ওস্তাদ তাঁরা। সারাক্ষণ খালি বাংলার নেতিবাচক প্রচার চালান তাঁরা। সেই বঙ্গ বিজেপিকেই এবার কঠিন পরীক্ষার মুখে ফেলে দিল দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন জমি আন্দোলনের নেত্রীর রাজ্যেই মিলছে জমি, বাংলাকে ২৪৬৬ কোটি

বাংলার বিজেপি নেতারা যে কেন্দ্র সরকারের কোনও প্রকল্পের কোনও প্রচার করেন না, কোনও প্রকল্প নিয়ে আমজনতার কাছে যান না, একটি শব্দ খরচ করেন না, সেটা দেরীতে এলেও নজরে পড়েছে মোদি-শাহ-নাড্ডার। সকাল থেকে রাত অবধি পিসি-ভাইপোকে গাল পেড়ে যে বাংলায় ভোট পাওয়া যাবে না সেই সহজ বিষয়টি দেরীতে হলেও এবার মাথায় ঢুকেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাই এবার তাঁরা জোর দিচ্ছেন বাংলার মানুষের কাছে যাতে কেন্দ্রের উন্নয়নমূলক পদক্ষেপ ও প্রকল্পগুলি গিয়ে পৌঁছাতে পারে তার ওপর। সেই জন্য তাঁরা এবার বঙ্গ বিজেপির নেতাদের নির্দেশ দিয়েছেন, কেন্দ্রের যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করার জন্য জেলায় মণ্ডলস্তর পর্যন্ত পৃথক কমিটি গড়তে হবে। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই নির্দেশেই এখন মাথায় হাত পড়ে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। কেননা যারা এখনও রাজ্যের অর্ধেক বুথে একজন কর্মীও জোগাড় করতে পারেন না, বুথ(Booth) কমিটি গড়তে পারেন না, নিচুতলায় সাংগঠনিক কমিটি গড়ার লক্ষ্যমাত্রার ধারেকাছে পৌঁছাতে পারেন না, তাঁরা জেলায় জেলায় মণ্ডলস্তর পর্যন্ত পৃথক কমিটি কীভাবে গড়বেন? কাদের নিয়েই বা তা গড়বেন!

আরও পড়ুন ৫ থেকে ৬ ডিগ্রি হেলে গিয়েছে রুদ্রপ্রয়াগের তুঙ্গনাথ মন্দির

২০২৪’র লোকসভা ভোটের কথা মাথায় রেখে এ বছর ধুমধাম করে কেন্দ্রের সাফল্যের কথা দেশজুড়ে প্রচারের পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৫ থেকে প্রতি বছরই সংগঠিত ভাবে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের সাফল্যের কথা প্রচার করে বিজেপি। কিন্তু এ বার আড়ম্বর অনেক বেশি। মোদি সরকারের ৯ বছর পূর্তির নানা কর্মসূচিকে হাতিয়ার করেই কার্যত আগামী বছরের লোকসভা ভোটের দামামা বাজাতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফি বছরই মোদি সরকারের সাফল্য তুলে ধরার ভার বর্তায় রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের পর। কিন্তু এ বার মোদীর ঢাক পেটাতে সব রাজ্যে আলাদা কমিটি গড়ার নির্দেশ এসেছে। প্রাথমিক ভাবে নাড্ডা একটি কমিটি গড়েও দিয়েছেন রাজ্যের জন্য। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে(Soumitra Khan)। সহকারী আহ্বায়ক করা হয়েছে আসানসোলের দলীয় বিধায়ক অগ্নিমিত্রা পালকে(Agnimitra Pal)। কিন্তু জেলায় জেলায় মণ্ডলস্তরের কমিটি গড়তে হবে রাজ্য নেতৃত্বকে। প্রতিটি জেলা এবং মণ্ডলে এই কমিটি গড়তে হবে। কমিটিগুলির একমাত্র কাজ হবে, নরেন্দ্র মোদি সরকারের নানা প্রকল্পের উপযোগিতার কথা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া। এ জন্য ব্লকস্তরে ১ হাজার জনসভারও আয়োজন করতে হবে। সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে প্রতিটি লোকসভা কেন্দ্রে আলাদা আলাদা সম্মেলন করার নির্দেশও দেওয়া হয়েছে। আর এই সব দেখে কার্যত মাথায় হাত পড়েছে বঙ্গ বিজেপির নেতাদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

প্রচন্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং,প্রতিবাদে অবরোধ

চন্দননগরে প্রচারে গিয়েও প্রসিদ্ধ ‘জলভরা সন্দেশ’ চাখা হল না রচনার, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর