এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নেতাকর্মীতে নেই ভরসা, কলসেন্টারেই বিজেপির আস্থা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: এক আধটা নয়, রাজ্যজুড়ে ১৭ খানি কলসেন্টার(Call Center) খুলছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। সেই সব কলসেন্টার চালাবার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে। এক-একটি কল সেন্টারের অধীনে থাকবে দুই থেকে তিনটি লোকসভা কেন্দ্র। সেখানে নিয়োগ করা হচ্ছে রীতিমত পেশাদার টেলিকলার(Tele Caller)। আর এই সব কলসেন্টারের মাধ্যমেই এখন বঙ্গ বিজেপি ভাড়া করা পেশাদার সংস্থাকে দিয়ে রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রগুলির মাসমাইনের কর্মীরা বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশ জেলা, মণ্ডল থেকে শুরু করে বুথস্তর পর্যন্ত পৌঁছে দেবেন। নিচুতলায় বিভিন্ন কর্মসূচির অগ্রগতির রিপোর্টও সেন্টার থেকে যাবে ওপর মহলে। আর এই সিদ্ধান্তই কার্যত সাফ জানিয়ে দিচ্ছে, দলের নেতাকর্মীদের প্রতি এখন আর বিন্দুমাত্র ভরসা নেই বিজেপি নেতৃত্বের। তাই তাঁদের আস্থা এখন কলসেন্টারের ওপর। সেখান থেকেই এবার ভোকাল টনিক যাবে দলের নেতা কর্মী থেকে সমর্থকদের কাছে।

বাংলার বুকে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। দলের এই ধারাবাহিক হার দলের নেতা থেকে কর্মী মায় সমর্থকদের মধ্যেও চূড়ান্ত নেতিবাচক প্রভাব ফেলছে। দলের আদি কর্মীরা তো অনেক আগেই বসে গিয়েছেন, এবার সক্রিয়া নব্য কর্মীরাও বসে যাচ্ছেন। মুখ ফিরিয়ে নিচ্ছেন সমর্থকেরা। এখন আর বাংলার বুকে বিজেপির সভায় জনস্রোত তো দূরের কথা চেয়ার ভরাবারও লোক পাওয়া যায় না। এদিকে দোরগড়ায় কড়া নাড়ছে ২৪’র ভোট(General Election 2024)। এই অবস্থায় ভোকাল টনিক(Vocal Tonic) একমাত্র দাওয়াই সবাইকে চাঙ্গা করে তোলবার জন্য। বিজেপিও তাই ভোকাল টনিক পৌঁছে দিতে রাজ্যে খুলে ফেলেছে ১৭ খানি কলসেন্টার। সেখানকার মাস মাইনের কর্মীরাই দলের বার্তা পৌঁছে দেবেন দলের নেতা থেকে কর্মী ও সমর্থকদের মধ্যে। ভাড়া করা পেশাদার সংস্থাকে দিয়ে জনবিচ্ছিন্ন বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বাংলার বুকে।  

বঙ্গ বিজেপি সূত্রে খবর, চলতি মাসেই কলসেন্টারগুলি চালু হয়ে যাবে। প্রত্যেকটি কেন্দ্রে অন্তত ২৫ জন করে কর্মী নিয়োগ হবে। তাঁদের ন্যূনতম ১৫ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য বিভিন্ন জেলা শহর বা গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ি ভাড়া নিচ্ছে বিজেপি। কলসেন্টারের প্রত্যেক কর্মীর জন্যই থাকবে ল্যাপটপ। প্রতিটির দাম কমপক্ষে ৩৫ হাজার টাকা। এছাড়া সিসিটিভি, নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ সহ অফিস পরিকাঠামোর জন্য কল সেন্টার পিছু খরচ হবে প্রায় ২ লক্ষ টাকা। এই খাতে সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকা খরচ করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একজন করে পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক আগেই নিয়োগ করেছ দল। কলসেন্টারগুলি দেখভালের নির্দেশও দেওয়া হয়েছে তাঁদের। তবে কর্মী নিয়োগ থেকে কেন্দ্র পরিচালনার যাবতীয় কাজ করছে বেসরকারি এজেন্সি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধুপগুড়িতে বিশ্ব মাতৃ দিবসে ছাত্ররা মাকে পুজো করলেন, পায়েস খাওয়ালেন

রসিকবিলে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম নিল ৭টি চিতাশাবক

নিঃশর্ত নাগরিকত্ব দিলেই সমর্থন, সিএএ নিয়ে কড়া বার্তা অভিষেকের

লকেটের বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ তুলে সরব রচনা

দুর্গাপুরে দিলীপবাজি রুখতে তৃণমূলের অস্ত্র শিল্প-কৃষির মেলবন্ধন

১৫ মে’ র পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে অস্বস্তিকর গরম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর